দেশ বিদেশ

ওয়ান ইলেভেনের চেয়েও খারাপ বর্তমান সরকার- বিএনপি

স্টাফ রিপোর্টার

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন

বর্তমান সরকারকে ওয়ান ইলেভেনের চেয়েও খারাপ বলে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ওয়ান ইলেভেনের অবৈধ সরকার খালেদা জিয়াকে কারাবন্দি করেছিল। তারা তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। সেই সরকারের চেয়েও খারাপ বর্তমান ফ্যাসিস্ট সরকার। বর্তমান সরকার মানুষের সব অধিকার দখল করে রেখেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন উপলক্ষে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এ উপলক্ষে সারা দেশে খালেদা জিয়ার কারামুক্তি, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। মির্জা আলমগীর বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা। গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশের মানুষের অধিকারকে পুনরায় ফিরিয়ে আনার জন্য, আমাদের জীবনবাজি রেখে লড়াই করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিতে এ সরকারকে বাধ্য করতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিতে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে নির্বাচন পরিচালনা করতে সরকারকে বাধ্য করতে হবে। এ সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আজকে এমন দিনে- এমন এক মুহূর্তে আমরা খালেদা জিয়ার জন্মদিনে দোয়া করার জন্য উপস্থিত হয়েছি, যখন তিনি এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের চক্রান্তে কারারুদ্ধ রয়েছেন। তিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের কয়েকজন ব্যক্তির মধ্যে একজন। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার এরশাদ আমলে দীর্ঘ নয় বছর মানুষের কাছে গেছেন খালেদা জিয়া। মানুষকে নিয়ে রাজপথে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন। তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ওয়ান ইলেভেনের সময়ও তাকে কারাবন্দি করা হয়েছিল। কিন্তু তিনি কারাগারে থেকেই সরকারকে জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য করেছিলেন। বর্তমান সরকারের আমলেও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান থেকে সরেননি তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে গিয়ে তিনি আজ মিথ্যা মামলায় কারাভোগ করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে মির্জা আলমগীর বলেন, কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে সরকার। শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে, তুলে নেয়া হচ্ছে। মেয়েদেরও রেহাই দেয়া হচ্ছে না। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও সারা দেশে একযোগে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে সাজার পর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেও অন্য কয়েকটি মামলায় তিনি আটক রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status