দেশ বিদেশ

বঙ্গবন্ধুর দুই হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করবো: আইনমন্ত্রী 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ১৭ সদস্যকে নির্মমভাবে হত্যার দায়ে দণ্ডাদেশ প্রাপ্ত বিদেশে পালিয়ে থাকা দুই আসামিকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি হয়েছে। আমরা ওই দুজনকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করব। গতকাল বুধবার বিকালে ব্রা??হ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা সুপার মার্কেট চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে আয়োজিত ৪৩তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোকসভা ও দোয়ামাহফিলে এ কথা বলেন আইন মন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে আইনমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বাংলদেশকে দুর্বল করার ষড়যন্ত্র শেষ হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কিন্তু পাকিস্তানের পূজা যারা করে তাদের পছন্দ হয় না। তাদের গায়ে জ্বালা ধরে। তিনি বলেন, পাকিস্তানে যদি একটা ঘটনা ঘটে তা হলে ৩০-৪০ জন লোক একসঙ্গে মারা যায়। আর এ দেশে যারা পাকিস্তানের পূজা করে, তারা বাংলাদেশটিকে পাকিস্তান বানাতে চায়। মন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা করেছে। দুজন বিচারক মারা গেছেন। তারা প্রমাণ করতে চায় বাংলাদেশ তলাবিহীন দেশ এবং সন্ত্রাসী রাষ্ট্র। তিনি বলেন, বাঙালিরা দেশকে ভালোবাসেন এবং উন্নয়ন পছন্দ করেন। উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানির সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ফরহাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রাশেদুল কাউছার ভূঁইয়া, রুহুল আমিন ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status