বাংলারজমিন

ঈশ্বরগঞ্জে ভিজিএফের ৫২০ বস্তা চাল জব্দ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চারটি ইউনিয়ন থেকে ভিজিএফের জন্য বরাদ্দকৃত ৫২০ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ভিজিএফের চাল জব্দ করার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চলতি ঈদুল আজহা উপলক্ষে ৬৮ হাজার ৯৬৭ জন দুস্থের বিপরীতে ২০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়। দুস্থদের জন্য বরাদ্দের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ইউনিয়নগুলোতে। গত সোমবার দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের নওশুতি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন অভিযান চালিয়ে দুটি দোকানের তালা ভেঙে ২৩ বস্তা ভিজিএফের চাল জব্দ করেন। গত সোমবার দুপুরে রাজিবপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের দুটি দোকান থেকে ২৩৭ বস্তা চাল জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) মইনউদ্দিন খন্দকার। ওই দিন বিকেলে তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের পেছনের একটি ঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন অভিযান পরিচালনা করে ৩০ বস্তা চাল জব্দ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status