খেলা

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

মাঠের নৈপুণ্যে নিজেদের দিকে আলো টানতে না পারলেও মহতী কাজে নজর কাড়লো এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার গেমসে নিজেদের প্রথম ম্যাচে উজেবিকস্তানের কাছে ৩-০ গোলে হার দেখে বাংলাদেশ। আর খেলা শেষে ম্যাচ ফি’র পুরোটাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে দান করে বাংলাদেশ দল।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও দেশটির অন্যতম শহর পালেমবাং-এ চলছে এশিয়ান গেমসের ১৮তম আসর। এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া প্রতিযোগিতা শুরুর দুই সপ্তাহ আগে ভূমিকম্পে বিধ্বস্ত হয় আয়োজক দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবক।
২৯শে জুলাই সকালে ৬.৪ মাত্রার সেই ভূমিকম্পে হতাহত হয়েছে অনেক মানুষ। ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এশিয়ান গেমসে অংশ নিতে জাকার্তায় অবস্থান করা বাংলাদেশ ফুটবল দল। চলতি আসরে মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর খেলা শেষে ম্যাচ ফি’র পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করেছে বাংলাদেশ দল। এ সময় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, কোচ জেমি ডে, সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি এবং দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন। জাকার্তা থেকে ফুটবল দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি বলেন, আমরা অ্যালিয়েন নামের যে হোটেলে অবস্থান করছি তার পাশেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি সংস্থা আছে। তাদের কাছেই আমরা ম্যাচ ফি’র অর্থ তুলে দিয়েছি। এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status