খেলা

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের সেমিফাইনাল আজ

ফাইনালের আগে মারিয়াদের বাধা ভুটান

স্পোর্টস ডেস্ক

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশের কিশোরীরা। শিরোপা ধরে রাখার মিশনে দ্বিতীয় আসরের ফাইনালে চোখ মারিয়া-তহুরাদের। ফাইনালের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বাধা স্বাগতিক ভুটান। আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। একই ভেন্যুতে বিকাল ৪টায় ভারতকে মোকাবিলা করবে নেপাল। টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে বাংলাদেশ। ফাইনালের ওঠার লক্ষ্যে বাংলাদেশের অনুপ্রেরণা প্রথম আসরের ম্যাচ। গত বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের গ্রুপ পর্বে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। ভুটান ম্যাচ সামনে রেখে গতকাল অনুশীলনে ঘাম ঝরায় কোচ গোলাম রব্বানী ছোটনের দল। অনুশীলন শেষে গোলরক্ষক রুপনা চাকমা বলেন, ‘নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলতে যাচ্ছি। আমরা তাই ভীষণ খুশি। এবার ভুটানকে হারিয়ে ফাইনালে খেলতে চাই।’ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ নিয়ে চিন্তিত নন মিডফিল্ডার রেহেনা আক্তার। তিনি বলেন, ‘সেমিফাইনালে শতভাগ দিয়ে খেলতে হবে। ভুটানকে হারিয়ে ফাইনালে শিরোপা জয় করাই আমার স্বপ্ন।’ গ্রুপ পর্বে গতবারের চেয়েও দুর্দান্ত লাল-সবুজ জার্সিধারীরা। গতবার তিন ম্যাচে ১২ গোল করা বাংলাদেশ এবার দুই ম্যাচে ১৭ বার গোল উদযাপন করে।
পাকিস্তানকে ১৪-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দল। একাই চার গোল করেন শামসুন্নাহার। পাকিস্তান পরের ম্যাচেও হারায় এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশ ও নেপালের। নেপালের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় পাকিস্তান। ‘বি’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে নেপালকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আক্রমণের পাশাপাশি রক্ষণভাগেও নজর কাড়ে ছোটনের শিষ্যরা। গ্রুপ পর্বে ১৭ গোলের বিপরীতে একটি গোলও হজম করেনি বাংলাদেশ। ঘরের মাঠে গত আসরেও প্রতিপক্ষকে গোল করতে দেয়নি বাংলাদেশের কিশোরীরা। উদ্বোধনী আসরে চারটি দল অংশ নেয়। এবার দলের সংখ্যা বাড়িয়ে ৬টি করা হয়েছে। গতবার গ্রুপ পর্বের তিন ম্যাচে ১২ গোল করে বাংলাদেশ। নেপালকে ৬-০ গোলে হারানোর পর ভুটান ও ভারতের বিপক্ষে সমান ৩-০ গোলের জয় পায় স্বাগতিকরা। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। এবারো বাংলাদেশ-ভারত ফাইনালের সম্ভাবনা উঁকি দিচ্ছে। বাংলাদেশের মতো ভারতও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় তারা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারায় স্বাগতিক ভুটান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status