এক্সক্লুসিভ

জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ

মো. মিজানুর রহমান, বরগুনা থেকে

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩২ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর  জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। চলতি বছর ইলিশের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আকস্মিক ঝড় ওলট-পালট করে দেয় জেলেদের জীবনযাত্রা। ঝড়ে কেড়ে নেয় অর্ধ শতাধিক জেলের প্রাণ। এখনো নিখোঁজ শতাধিক জেলে। সম্প্রতি অনুকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরসহ সুন্দরবন উপকূলীয় এলাকার নদ-নদীতে জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে রুপালি ইলিশ। আহরিত ইলিশের সাইজ ও দাম ভালো হওয়ায় জেলেদের মুখে হাসি ফুটেছে। তবে সেই হাসি কেড়ে নিচ্ছে জলদস্যুরা

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জেলেরা জানান, সুদরবনকেন্দ্রিক কয়েকটি জলদস্যু বাহিনী চলতি মৌসুমে শতাধিক ট্রলারে গণডাকাতি ও কয়েক শতাধিক জেলেকে অপহরণ করে। এসব জেলে পরিবার জমি বিক্রি করে মুক্তিপণ দিয়ে জলদস্যুর কাছ থেকে স্বজনদের মুক্ত করে আনতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। তবে মৌসুমের শেষদিকে এসে জালে ইলিশ ধরা পড়ায় ধারদেনা পরিশোধ করে তারা লাভের মুখ দেখার আশা করছেন।

অন্যদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী অভিযোগ করেছেন গভীর সমুদ্রে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় ট্রলার অবাধে মাছ শিকার করায় ক্ষুব্ধ বাংলাদেশি জেলেরা। সেখানে বাংলাদেশি জেলেদের তাড়িয়ে দিয়ে ভারতীয় জেলেরা একচ্ছত্র মাছ শিকার করছে।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসিতে প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু হয় কার্যক্রম। ঘাটে ভেড়ানো ট্রলার থেকে ঝাঁকা বোঝাই করে নামানো হয় ইলিশ। সকাল সাড়ে ৬টায় ঘণ্টা বাজিয়ে পাইকারিভাবে ইলিশ বেচাকেনা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। প্রতিদিন কয়েক টন ইলিশ বিক্রি হয় এ বাজারে। দৈনিক লেনদেন হয় কয়েক কোটি টাকার। ইলিশ ধরা পড়ার খবরে বেশ কিছু পাইকার ভিড় করছেন বিএফডিসি’র মৎস্যকেন্দ্রে। তারা মোটামুটি বড় সাইজের ইলিশ কিনে বেশি দামের আশায় উত্তরাঞ্চলসহ রাজধানী ঢাকায় পাঠাচ্ছেন।

আড়ৎদার সমিতির সভাপতি মো. নুরুল আমিন মুন্সী জানান, গত বছরের তুলনায় এ বছর সাগরে ইলিশ কম ধরা পড়ছিল। তবে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। সাইজ খুব বড় না হলেও মাঝারি ও ছোট সাইজের ইলিশের বেচাকেনা বেশ ভালোই। বাজারে ছোট সাইজের এক মণ ইলিশ ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি হচ্ছে। আর মাঝারি সাইজের এক মণ ইলিশ ৩৫ থেকে ৪০ হাজার টাকা বেচাকেনা হচ্ছে। তিনি আরও জানান, বড় সাইজের ইলিশ তেমন না আসায় দাম অনেক বেশি। এক কেজি’র ওপরে ওজনের কিছু ইলিশের দেখা মিললেও এগুলোর মণ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ হাজার টাকা। ২০ থেকে ২৫ হাজার টাকায় পাইকারি বাজার থেকে কেনা একমণ ইলিশ খুচরা বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ৬শ’ থেকে ৭শ’ টাকা কেজি। আর ৩৫ থেকে ৪০ হাজার টাকায় কেনা মাঝারি সাইজের প্রতিমণ ইলিশ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১১শ’ থেকে ১২শ’ টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status