এক্সক্লুসিভ

আলো ছড়াচ্ছে দাসিয়ারছড়া স্কুলটি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহাল দাসিয়ারছড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘দাসিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়’। এখানে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী পড়ালেখা করছে। গত ৬৮ বছরের অন্ধকারের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া জনগোষ্ঠীর পিছিয়ে পড়া সন্তানরা এই বিদ্যালয়ের সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে পড়ালেখায়। ফলে গত ২০১৭ সালের জেএসসির ফলাফলে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী শতভাগ পাস করেছে। জানা গেছে, গত ২০১৫ সালের বিলুপ্ত ছিটমহাল দাসিয়ার ছড়ায় এক একর জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিদের সহায়তায় নির্মিত টিনশেড ঘরে শুরু হয় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করে শিক্ষার্থীরা। সন্তোষজনক ফলাফলে বিদ্যালয়টির সুনাম ছড়িয়ে পড়ে গোটা ছিটমহালে দূরদূরান্ত থেকে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি হওয়ায় ২০১৭ সালের শেষের দিকে বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম দশম শ্রেণিতে উন্নীত করা হয়। সেই থেকে ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে সাফল্যের সাথে এগিয়ে চলছে দাসিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়। ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র আনিছুর রহমান ও অষ্টম শ্রেণীর ছাত্রী রাশেদা আকতার বলেন, আমাদের শিক্ষকরা পাঠদানের ব্যাপারে খুবই আন্তরিক রুটিন মাফিক পাঠদানের বাইরেও তারা অতিরিক্ত ক্লাস নেয়ায় আমরা অনেক উপকৃত হচ্ছি।

এ ব্যাপারে দাসিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-ইসলাম জানান, এক সময় ছিটমহালে পড়ালেখা করার কোনো সুযোগ সুবিধা ছিল না। আমরা অনেক কষ্ট করে কয়েক মাইল হেটে গিয়ে বাংলাদেশে পড়ালেখা করে আসছি।

ওই বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন জানান, বিদ্যালয়ের প্রায় ১৪ জন শিক্ষক কষ্ট করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে তাই সরকারের প্রতি আকুল আবেদন যত তাড়াতাড়ি সম্ভব স্কুলটি যেন এমপিওভুক্ত করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, দাসিয়ারছড়া ছিটমহালের অবরুদ্ধ জনগোষ্ঠীর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সঠিক শিক্ষাদানের মাধ্যমে এগিয়ে নেয়ার সচেষ্ট রয়েছে ছিটমহাল দাসিয়ারছড়া সমন্বয় পাড়া স্কুলের শিক্ষকরা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status