এক্সক্লুসিভ

ঈদকে ঘিরে উত্তরাঞ্চলে ৪টি বিশেষ ট্রেন বরাদ্দ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৬ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহায় উত্তর-দক্ষিণাঞ্চলের যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৪টি রুটের ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গত শুক্রবার সকাল ৯টায় পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম)  নামজুল ইসলাম বলেন, রাজশাহী-ঢাকা-রাজশাহী, দিনাজপুর-ঢাকা-দিনাজপুর, ঢাকা-খুলনা, লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট এই চারটি রুটে ট্রেনগুলো চলাচল করবে। ঈদের স্পেশাল ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। ঈদের পরে সাতদিন চলবে ট্রেনগুলো। এসব ট্রেনের ফিরতি টিকেট পাওয়া যাবে নিজ নিজ স্টেশনে। তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে ঈদের আগেরদিন পর্যন্ত সকল আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনো অফ-ডে থাকবে না। শুধুমাত্র ঈদের দিন কোনো আন্তঃনগর, কমিউটার ও মেইল এক্সপ্রেস, লোকাল ট্রেন চলবে না। ঈদের পরদিন সকল ট্রেন চলাচল করবে। এছাড়াও আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঢাকা-খুলনা রুটে ঈদ স্পেশাল ট্রেনটি শুধুমাত্র একদিন মৈত্রীর রেক দিয়ে ২১শে আগস্ট চালানো হবে। ট্রেনটির আসন সংখ্যা ৫৯২টি। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বার্থ ছয়টি (সিট-৯), প্রথম শ্রেণি বার্থ ১০টি (সিট-১৯টি), শোভন চেয়ার ১শ’টি ও শোভন সাধারণ ৪৭৬টি আসন রয়েছে। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, রাজশাহী-ঢাকা-রাজশাহী ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ১৮ থেকে ২০শে আগস্ট মাত্র ৩দিন এবং ঈদের পরে দ্বিতীয় দিন থেকে ২৪ থেকে ৩০শে আগস্ট এই সাতদিন চলবে। ১৫টি কোচ নিয়ে রাজশাহী-ঢাকা-রাজশাহী ট্রেনটি চলবে। ট্রেনটি দুপুর দেড়টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ৮টা ২০ মিনিটে। ঢাকা ছাড়বে ৯টা ২৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে রাত সাড়ে ৩টায়। বিরতির স্টেশনগুলো হলো-রাজশাহী, আবদুলপুর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর। দিনাজপুর ‘ঈদ স্পেশাল’ ট্রেনটি ১৮ থেকে ২০শে আগস্ট ৩ দিন এবং ঈদের পর দ্বিতীয় দিন হতে ২৪ থেকে ৩০শে আগস্ট ৭ দিন চলবে। ১৩টি কোচ নিয়ে দিনাজপুর-ঢাকা-দিনাজপুর চলবে ট্রেনটি। ট্রেনিটি দিনাজপুর ছাড়বে ১টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ৫ মিনিটে। এরপর ঢাকা ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। দিনাজপুর পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি স্টেশনগুলো হলো- পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহার, মাধবনগর, নাটোর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর। লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১৮ থেকে ২১শে আগস্ট ৪ দিন এবং ঈদের পরে দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ থেকে ৩০শে আগস্ট পর্যন্ত ৭ দিন চলবে। ১৪টি কোচ নিয়ে লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট ট্রেনটি চলবে। লালমনিরহাটে ছাড়বে রাত সাড়ে ৯টায়। ঢাকা পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। এরপর ঢাকা ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে, লালমনিরহাটে পৌঁছাবে রাত ৭টায়। বিরতি স্টেশনগুলো হলো- কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর। ঈদুল আযহা উপলক্ষে ২১শে থেকে ২৩শে আগস্ট ঢাকা-কোলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকায় ওই এক্সপ্রেসের ১০টি কোচ নিয়ে ঢাকা-খুলনা রুটে ২১শে আগস্ট একদিন ট্রেনটি চলবে। ট্রেনটি ঢাকা ছাড়বে রাত ১২টা ৫ মিনিটে, খুলনা পৌঁছাবে সকাল ৮টা ২০ মিনিটে। বিরতি স্টেশনগুলো হলো- ঈশ্বরদী জংশন, চুয়াডাঙ্গা, যশোর। পাকশী বিভাগীয় রেলওয়ে সূত্র জানায়, ঈদুল আযহা উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের ১০ দিন পর পর্যন্ত ট্রেনে সেলুন সংযোগ থাকবে না। শুধুমাত্র ঈদের দিন কোনো ট্রেন চলবে না। ঈদের পর সকল আন্তঃনগর ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকবে। তবে ঢাকাগামী প্যাসেঞ্জার ক্লিয়ার করার জন্য ২৪ থেকে ৩০শে আগস্ট ঢাকা অভিমুখী কোনো আন্তঃনগর ট্রেনের অফ ডে নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status