অনলাইন

নিউইয়র্কে ইমরান এইচ সরকার লাঞ্ছিত (ভিডিও)

কূটনৈতিক রিপোর্টার

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৭:৫৯ পূর্বাহ্ন

নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে প্রবাসী বাংলাদেশিদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইমরান এইচ সরকারকে লাঞ্ছিতের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুরো নিউইয়র্কজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে এক আত্মীয়ের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন যুক্তরাষ্ট্রে অবস্থানকরা ইমরান এইচ সরকার। এ সময় ফুটপাতে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে এক যুবক বলেন- এই যে বিচারবহির্ভূত হত্যাকা- চলছে আপনারা কিছুই বলছেন না। জবাবে ইমরান এইচ সরকার অবশ্য বারবার বলেন, যুবকের অভিযোগ সত্য নয়। তিনি যে কোন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। ভিডিওতে দেখা যায়Ñ এ সময় আক্রমণকারী এক যুবকের কাঁধে হাত বুলিয়ে ইমরান হাসতে হাসতে জানতে চান বিচারবহির্ভূত হত্যাকা- কাদের বিরুদ্ধে হচ্ছে? জবাবে ওই যুবক বলেন, কেন, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে হচ্ছে। তা ছাড়া শাহবাগে আপনারাই তো বিচারবহির্ভূত হত্যাকা-কে উৎসাহ দিয়ে আন্দোলন করেছেন। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- এক যুবক তাকে মারার জন্য তেড়ে যাচ্ছেন। তখন পাশে থাকা আরেক যুবক বলে ওঠেন, ভাই উনাকে ছেড়ে দেন, উনি নিজেও ক্রসফায়ারের তালিকায় আছেন। ইমরান এইচ সরকার তখন বলেন, আমরা সরকারের অন্যায় কাজের সমালোচনা করে যাচ্ছি। এ পর্যায়ে পাশের যুবক বলে ওঠেন, এখন আপনাদের টাকা-পয়সার ভাগে বনছে না বলে আপনার সরকারের বিরুদ্ধে কথা বলছেন। ওই এলাকায়  স্থায়ীভাবে বসবাতরত মৌলভীবাজার জেলার এক আদি বাসিন্দার সঙ্গে কথা হয় মানবজমিনের। গতকাল সন্ধ্যায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশী বংশোদ্ভূত ওই আমেরিকান বলেন- হ্যা, লাঞ্ছনার ঘটনা ঘটেছে। তবে ফেসবুকে এবং সংবাদ মাধ্যমে ইমরান এইচ সরকারের ওপর জুতা নিক্ষেপের খবর বেরিয়েছে সেটি বোধহয় সঠিক নয়। ভাইরাল ওই ভিডিওতেও এমন কোন দৃশ্য দেখা যায়নি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status