অনলাইন

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে রাজউকে আলোচনা, দোয়া, চিত্র প্রদর্শণী

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৭:১০ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট রাজউকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিম, এম.পি । আলোচনা অনুষ্ঠান শুরুর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ১৭ জন শহীদদেরকে স্মরণ করে ১৭ টি মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা চিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী। আলোচনার শুরুতে ১৫ আগস্টে নিহত  শহীদদেরকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি কখনো বালাদেশের সাথে এ দেশের মানুষের সাথে বেঈমানী করেননি, অন্যায়-অবিচারের সঙ্গে আপোষ করেননি। মোহাম্মদ নাসিম বলেন, একটানা দশ বছর ক্ষমতায় থেকে দেশের সব উন্নয়ন করা সম্ভব হয় না। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নয়নশীল দেশে যুগ যুগ ধরে একই সরকার দেশ পরিচালনা করছে। এজন্য তারা অনেক এগিয়ে গেছে। আমরাও এবার ক্ষমতায় গিয়ে হ্যাট্টিক করতে চাই। রাজউকের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান তার বক্তৃতায় বলেন, বিশ্বের কোথাও কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি ও জাতির পিতাকে এমন জঘন্যভাবে হত্যা করে নাই। তাই আমাদের জন্য ১৫ আগস্ট সত্যিই একটি শোকাবহ দিবস। রাজউক চেয়ারম্যান বলেন, যার জন্ম না হলে আমরা পতাকা পেতাম না, বাংলা ভাষায় কথা বলতে পারতাম না তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ধারন করতে হবে। রাজউক শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক ১৫ আগস্টের সকল শহীদসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজউকের সদস্য (এষ্টেট ও ভূমি) মোঃ আমজাদ হোসেন খান, সদস্য (প্রশাসন ও অর্থ) মো. রোকন-উদ-দ্দৌলা, সদস্য (উন্নয়ন) মেজর (অব.) শামসুদ্দিন আহমদ চৌধুরী, সদস্য (পরিকল্পনা) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status