অনলাইন

খবর দিলেই ফ্লেক্সিলোড

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৭:০৪ পূর্বাহ্ন

বাল্যবিয়ে, মাদক ব্যবসা এবং ভিক্ষাবৃত্তি প্রতিরোধে এবার ভিন্নধর্মী পরিকল্পনা করেছেন যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসন। এ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফী ঘোষণা দিয়েছেন, 'বাল্যবিয়ে ও মাদক সেবন বা মাদক ব্যবসার খবর দিলে সংবাদদাতার মোবাইল ফোনে ৫০ টাকা পাঠানো হবে। একইসঙ্গে ভিক্ষারত অবস্থায় কেউ ভিক্ষুক ধরে দিলে তাকেও ৫০ টাকা পুরষ্কার দেওয়া হবে'।

গত রবিবার উপজেলার ইউনিয়ন পরিষদে আনসার-বিজিবির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ইউএনও আহসান উল্লাহ শরিফী। ওই সময় তিনি বলেন, ‘মণিরামপুরে বাল্যবিয়ের হার অত্যাধিক এবং মাদক ব্যবসায়ীদের চলাচলও অনেক। বাল্যবিয়ে ও মাদক ব্যবসা প্রতিরোধে আমাদের তৎপর হতে হবে। এক্ষেত্রে কেউ যদি বাল্যবিয়ে ও মাদক সেবন বা মাদক ব্যবসার খবর দেন, আর সে খবর যদি সত্য হয়, তবে তার মোবাইল ফোনে ৫০ টাকা পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘মণিরামপুরে ভিক্ষুকদের পূনর্বাসনের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এরপরও অনেকে ভিক্ষা করছে। এসব ভিক্ষুকদের ধরে জেলে দেওয়া হবে। কেউ ভিক্ষুক ধরে দিতে পারলে তাকে ৫০ টাকা পুরস্কার দেওয়া হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status