অনলাইন

নিরাপদ সড়ক ও কোটা আন্দোলন

গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি ৯০’এর ছাত্রনেতাদের

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৬:৫০ পূর্বাহ্ন

নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের ন্যায়সংগত ও যৌক্তিক দাবিতে ঢাকাসহ দেশব্যাপী গড়ে উঠা আন্দোলনকে ‘অভূতপূর্ব জাগরন’ আখ্যায়িত করেছেন ৯০’এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ। সে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন তারা। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, প্রিয় সহপাঠীদের নির্মম মৃত্যুতে সড়কে জীবনের নিরাপত্তা বিধানের দাবিতে রাজধানী ঢাকায় এবং পর্যায়ক্রমে গোটা দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলো। শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সংগঠিত ও পরিচালিত শিক্ষার্থীদের এই আন্দোলন দল-মত-শ্রেণী-পেশা নির্বিশেষে গোটা দেশবাসীর অকুন্ঠ সমর্থন ও সংহতি লাভ করেছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতাসীন মহল বরাবরের মত এবারও কোমলমতি শিশুদের নিরাপদ সড়কের দাবিতে গড়ে উঠা এই শান্তিপূর্ণ-সুশৃংখল প্রতিবাদ ও আন্দোলনকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আন্দোলনকারীদের আস্থায় এনে বাস্তবসম্মত ইতিবাচক পদক্ষেপ নেয়নি। উল্টো চরম আতংক ও অস্থিরতা থেকে বলপ্রয়োগের নীতি গ্রহন করে। ফলে সরকার আন্দোলন দমন করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী এবং পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগ, যুবলীগ, সরকার দলীয় সশস্ত্র মাস্তানদের লেলিয়ে দিয়ে এক ভীতিকর তান্ডবের পরিস্থিতি তৈরী করে। এতে অসংখ্য শিক্ষার্থী আহত ও নির্মম নির্যাতনের শিকার হয়। সাবেক ছাত্রনেতারা বলেন, পুলিশী ছত্রছায়ায় গনমাধ্যম-সংবাদ কর্মীদের উপরও নির্দয় নিষ্ঠুর নির্যাতন চালানো হয়। নির্বিচারে অনেককেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জামিন না দিয়ে দিনেরপর দিন রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আন্দোলনে অংশগ্রহনের অভিযোগ এনে এখনও গ্রেপ্তার অভিযান চলছে। কোথাও কোথাও ব্লক রেইড দিয়ে গ্রেপ্তারের নামে ভীতিকর পরিস্থিতি তৈরী করছে পুলিশ। সাবেক ছাত্রনেতারা বলেন, নিরাপদ সড়কের দাবির পাশাপাশি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে দমন করার জন্য ক্ষমতাসীন মহল হামলা, নির্যাতন, মামলা, গ্রেপ্তার, রিমান্ডে নেয়া ইত্যাদি বলপ্রয়োগের একই নীতি নিয়ে চলছে। কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে নিষ্ঠুরভাবে দমন করার নীতি নিয়ে অগ্রসর হয়েছে সরকার। কেবল আন্দোলনের সঙ্গে যুক্ত হাজার হাজার শিক্ষার্থীই নয় গোটা দেশবাসীর বিরুদ্ধে কার্যতঃ যুদ্ধ ঘোষনা করেছে সরকার। ৯০’এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ বলেন, দমন-পীড়নের নীতি থেকে সরে এসে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের ন্যায্য দাবিদাওয়া মেনে নিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্র, শিক্ষক, সাংবাদিক, নাট্যকর্মীসহ সকলকে নিঃশর্ত মুক্তি দিয়ে ছাত্রসমাজ এবং দেশবাসীকে ভীতিকর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দেয়ার জোর দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেছেন, জোর-জবরদস্তি করে শেষ বিচারে কেউই ক্ষমতার মসনদকে রক্ষা করতে পারে না, বর্তমান শাসকগোষ্ঠীর সেটা ভুলে গেলে চলবে না। ৯০’এর ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত বিবৃতিতে সই দিয়েছেনÑ ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা হাবিবুর রহমান হাবিব, ফজুলল হক মিলন, নাজিমউদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি ও খন্দকার লুৎফর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status