অনলাইন

শায়েস্তাগঞ্জে কোরবানীর পশুর হাট জমে উঠেছে

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৩:৩৬ পূর্বাহ্ন

ঈদুল আযহাকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরসভা ও শায়েস্তাগঞ্জ নতুনব্রীজসহ কয়েকটি হাটে কোরবানীর পশু বেঁচা কেনা জমে উঠেছে। কোরবানীর পশুর হাটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। কোরবানীর জন্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ক্রেতাদের চাহিদার তুলনায় পশু ভাল মানের আমদানী হচ্ছে হাটগুলোতে। ফলে গত বছরের তুলনায় চলতি কোরবানীর জন্য পশুর দাম অনেক কম থাকায় ক্রেতারা পশু কিনছেন অতি আনন্দে। ঈদ যতই ঘনিয়ে আসছে উপজেলার বিভিন্ন পর্যায়ের হাটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিক্রেতারা কাঙ্খিত দাম পাওয়ার আশায় পশু নিয়ে ছুটছেন হাট থেকে হাটে।  ভারতীয় গরু এখনও পর্যন্ত দেশে না আসায় দেশীয় গরুর চাহিদা রয়েছে ব্যাপক। তবে দাম রয়েছে নাগালে। এদিকে, ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকায় বাজারে গরু বেশী থাকলেও ক্রেতারা ক্রয় না করে দাম দর করে চলে যাচ্ছেন। গরু বিক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরুর বাজার জমে উঠবে। গতকাল মঙ্গল বার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পশুর হাটে সরেজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটসহ বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা সারি সারি গরু সাজিয়ে রেখেছেন। বিক্রেতারা লাল কালো সাদাসহ বিভিন্ন বর্ণের ছোট বড় গরু হাটে তুলেছেন। আব্দুর রহিম ও শাহেদ নামে এক ক্রেতা জানান, ঈদের এখনও বেশ কিছুদিন বাকী রয়েছে। তাই এখন গরু দেখতে এসেছি। দামে দরে মিললে হয়তা কিনতে ও পারি। ছালামত উল্লাহ নামে এক গরু বিক্রেতা জানান, এখনও বাজারে গরু বেঁচা কেনা তেমন হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গরু বেঁচা কেনা জমবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও এবারের ঈদে ভারতীয় গরু না আসলে দেশীয় গরুর খামারিরা লাভবান হবে বলে তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status