অনলাইন

র‌্যাকের উদ্যোগে ২ দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ১২:০১ অপরাহ্ন

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) উদ্যোগে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডেইলি স্টার ভবনে সমাপনী অধিবেশনে অতিথি হিসেবে দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে র‌্যাকের সভাপতি হায়দার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য, র‌্যাকের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও কর্মশালার সমন্বয়ক মোর্শেদ নোমান।
প্রধান অতিথি দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা অনেক পরিশ্রম করে। দুদক প্রতিনিয়ত তাদের প্রতিবেদন নিয়ে অনুসন্ধান করে থাকে। এমন কোনো দিন নেই যে সাংবাদিকদের করা নিউজ থেকে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় না। তাদের অবদান অনেক বেশি।’ দুদক মিডিয়া অ্যাওয়ার্ডের পাশাপাশি ফেলোশিপ দেয়ার দাবি বিষয়ে তিনি বলেন, ‘আপনাদের দাবির সঙ্গে আমিও একমত। দাবিটি যুক্তি সঙ্গত। বিষয়টি আমি কমিশনের উপস্থাপন করবো। সমাপনী দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের পরিচালক শীষ হায়দার চৌধুরী ও প্রথম আলোর জেষ্ঠ বার্তা প্রধান শাহেদ মোহাম্মদ আলী। এর আগে সোমবার প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক সাইফুল আলম চৌধুরী এবং ডিবিসি টিভির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status