শেষের পাতা

সিলেটে রাজু খুনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ১০:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যা ঘটনায় রকিব-দিনারকে আসামি করে মামলা করা হয়েছে। ৩৮ আসামির মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ২৩ জনের নাম রয়েছে মামলায়। সোমবার রাতে রাজুর চাচা দবির চৌধুরী কোতোয়ালি থানায় ৩৮ জনকে আসামি করে এজাহার দাখিল করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব মানবজমিনকে জানিয়েছেন, পরিবার যাদের অভিযুক্ত করে এজাহার দাখিল করেছে মামলায় তাদের আসামি করা হয়েছে। ২৩ জনের নাম উল্লেখপূর্বক ৩৮ জনকে আসামি করা হয়।

প্রধান আসামি করা হয় ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য আবদুর রকিবকে। তার সঙ্গে আসামি করা হয়েছে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে। এছাড়া আসামির তালিকায় হয়েছে- এনামুল হক, একরামুল হক, মোস্তাফিজুর রহমান, শেখ নয়ন, সলিড, ফরহাদ, সাদ্দাম, মুজিবুর রহমান খান রাসেল, রাসেল, আরাফাত, মোফাজ্জল 
চৌধুরী মুর্শেদ, শাহিন, সুফিয়ান, নজরুল, তোহা, আফজল, সাহেদ, রুবেল মিয়া, মামুন ও জুমেলকে। অজ্ঞাতনামা দেখানো হয়েছে ১৫ জনকে। তবে সিলেটে কোতোয়ালি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুকে এ হত্যা মামলায় আসামি করা হয়নি। পুলিশ তাদের এসল্ট মামলার পলাতক আসামি দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

শোক র‌্যালি ও সমাবেশ: ওদিকে ফয়জুল হক রাজুর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সোমবার নগরীতে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর সন্ধ্যাবাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা আজিজুল হোসেন আজিজ, সাইদুর ইসলাম হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল খালিক মিল্টন, বিল্লাল খান, সমর আলী, রাবেল খান, নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, আশরাফ উদ্দিন রুবেল, সোহেল ইবনে রাজা, সোহেল রানা, লোকমান হোসেন, আব্দুস সালাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, সেলিম আহমদ, আবদুল আহাদ সুমন, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা, পিন্টু আহমদ, রুবেল আহমদ রানা, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক সেলিম মিয়া প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় আটক সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লিটন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক (পদত্যাগকারী) আনোয়ার হোসেন রাজুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status