দেশ বিদেশ

‘এ দেশের মাটি স্বৈরাচারের নয়’

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ১০:২৩ পূর্বাহ্ন

বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এ দেশের মাটি স্বৈরাচারের জন্য নয়। এ মাটির মালিক জনগণ। তিনি বলেন, মানুষ যদি সংঘবদ্ধ হয় তাহলে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ। তাই ঐক্যবদ্ধ হন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের  দেশের মালিক বানিয়ে গেছেন। কেউ আমাদের বঞ্চিত করতে পারবে না। কেউ  লোভ দেখাবে, জমি দেবে কিন্তু লাভ হবে না। যারা এ ধরনের কাজ করার চেষ্টা করবে মানুষ তাদের একটা শিক্ষা দেবে। কারণ বঙ্গবন্ধু আপস করেননি। আমরাও ইনশাআল্লাহ আপস করবো না। ড. কামাল বলেন, বাঙালির একটা বৈশিষ্ট্য আছে। তারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। করবেও না। এটা বঙ্গবন্ধুও বলেছিলেন যারা অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করতে পেরেছে তারা কখনো মাথা নত করে না। আমি শতভাগ নিশ্চিত এ দেশের মানুষকে কেউ দাস বানিয়ে রাখতে পারবে না।
ড. কামাল হোসেন বলেন, সাবেক  প্রেসিডেন্ট এরশাদ তার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদেশিদের আশ্বস্ত করে বলেছিলেন আরো পনের বছর ক্ষমতায় থাকবেন। আমি তখন বিদেশিদের বলেছিলাম ঐ সরকার আর ১৫ সপ্তাহও টিকবে না। তাই হয়েছিল। আলোচনায় সভাপতিত্ব করেন পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু। বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের নির্বাহী সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপিকা বিলকিস বানু, অ্যাডভোকেট খালেকুজ্জামান, মোশতাক আহমেদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status