খেলা

এশিয়ান গেমস ফুটবল

হারের হ্যাটট্রিক বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৫২ পূর্বাহ্ন

প্রতিযোগিতামূলক ফুটবলে প্রথম অ্যাসাইনমেন্টে হার দেখলেন বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে। এতে হার নিয়েই এশিয়ান গেমস মিশন শুরু করলো বাংলাদেশ। গতকাল ইন্দোনেশিয়ায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হার দেখে লাল-সবুজ জার্সিধারীরা। এশিয়ান গেমসে উজবেকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের হ্যাটট্রিক হার। এ নিয়ে টানা তিন এশিয়ান গেমসে উজবেকদের কাছে হার দেখলো বাংলাদেশ। আর কাকতালীয়ভাবে তিন ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে স্কোর লাইন ৩-০। এর আগে ২০১০ গুয়াংঝু ও ২০১৪ ইনচিয়নে আগের দুইবারের সাক্ষাতেও ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান। শক্তির বিচারে দুইদলের মধ্যে বিস্তর তফাত। ম্যাচের আগে বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে লড়াকু পারফরম্যান্সের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু মাঠের খেলায় আস্থার প্রতিদান দিতে পারেননি জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। ম্যাচে আরো বড় হার দেখতে পারতো লাল-সবুজ জার্সিধারীরা। তবে গ্লাভস হাতে অসাধারণ  নৈপুণ্যে সাতটি দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ম্যাচের প্রথমার্ধে ১৯৯৪ হিরোশিমা এশিয়ান গেমস ফুটবলের চ্যাম্পিয়ন উজবেকিস্তানের ৯৪%-এর বিপরীতে বাংলাদেশের বলদখল ছিল মাত্রই ৮%। সিবিনং শহরের পাকানসারি স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে উজবেকিস্তান। ম্যাচের ২৩ মিনিটে গোল করেন ফরোয়ার্ড উরিনবোয়েভ জাবিখিলো। বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উইঙ্গার খামদামভ দসতনবেক। ৬৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন মিডফিল্ডার আলিবায়েভ ইকরোমজন। তিন গোলে পিছিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচে ফেরা দূরে থাক, উজবেকিস্তানের গোলপোস্ট লক্ষ্য করে অনটার্গেটে একটি শটও নিতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। পুরো ম্যাচ জুড়ে পোস্টে নেয়া দু’টি শটই লক্ষ্যভ্রষ্ট। বল দখল আর আক্রমণাত্মক ফুটবলে পরিষ্কার আধিপত্য দেখায় উজবেকিস্তান। গোলমুখ তাক করে ৩১টি শট নেয় তারা। এর মধ্যে ১১টি ছিল অনটার্গেটে। ম্যাচের ৭৩% বল দখলে রাখে উজবেকিস্তান দল। এশিয়ান গেমসের বাইরে দুই দেশের অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিক প্রি-কোয়ালিফাইং রাউন্ডে মুখোমুখি হয়েছিল। ঢাকায় সে ম্যাচে ৪-০ গোলের জয় পায় উজবেকিস্তান। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দল কখনোই উজবেকিস্তানের বিপক্ষে জয় পায়নি। জাতীয় দল পর্যায়ে ৩ বারের সাক্ষাতেই হার দেখে বাংলাদেশ। এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। এ নিয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। বাকি ২১টিতে হার। আগামীকাল একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বিকাল ৩টায়। ১৯শে আগস্ট সন্ধ্যা ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ কাতারের বিপক্ষে। গ্রুপ পর্বের প্রতিপক্ষদের সমীহ করলেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ জেমি ডে। টুর্নামেন্ট শুরুর আগে তিনি বলেন, ‘আমি এর আগেও বলেছি আমাদের সেরাটা দিতে হবে। গ্রুপের তিন প্রতিপক্ষই দুর্দান্ত। আশা করছি ট্রেনিংয়ে ছেলেরা যেভাবে হার না মানার মানসিকতা দেখিয়েছে সেই পারফরম্যান্স প্রদর্শন করতে পারবে। সাফল্য পেতে হলে দল হয়ে খেলার বিকল্প নেই।

বাংলাদেশ দল
আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া (সুশান্ত ত্রিপুরা), বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাহবুবুর রহমান সুফিল (জাফর ইকবাল), আতিকুর রহমান ফাহাদ (আবদুল্লাহ), সা’দ উদ্দিন, মাসুক মিয়া জনি ও বিপলু আহমেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status