খেলা

ইউয়েফা সুপার কাপে মাদ্রিদ ডার্বি

রোনালদোহীন রিয়ালের প্রথম পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৫১ পূর্বাহ্ন

মৌসুমের শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে ‘মাদ্রিদ ডার্বি’। ইউয়েফা সুপার কাপের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এস্তোনিয়ার তালিনে বাংলাদেশ সময় রাত ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ক্রিস্টিয়ানো রোনালদোহীন প্রথম পরীক্ষার সামনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। বিশ্বকাপ মিশন শেষে ৯ বছরের রিয়াল অধ্যায়ের ইতি টেনে জুভেন্টাসে যোগ দেন পর্তুগিজ অধিনায়ক। ইউয়েফা সুপার কাপের ৪৩তম আসর এটি। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম একই শহরের দুই দল একে-অপরকে চ্যালেঞ্জ জানাবে। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউয়েফা ইউরোপ লীগ চ্যাম্পিয়ন দলের মধ্যে হয় ইউয়েফা সুপার কাপ মহারণ। এক শহরের দুই দলের চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ জয়ের দ্বিতীয় নজির এটি। ১৯৯৩-৯৪ মৌসুমে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয় ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। আর ইউয়েফা কাপ (ইউরোপ লীগের আগের নাম) জেতে ইন্টার মিলান। কিন্তু তখন ইউয়েফা সুপার কাপে এই দুই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল মুখোমুখি হতো না। চ্যাম্পিয়ন্স লীগ জয়ীর প্রতিপক্ষ ছিল ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালের ইউয়েফা সুপার কাপে আর্সেনালকে ২-০ গোলে হারায় এসি মিলান।
প্রতিযোগিতামূলক ম্যাচে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগি। বেল-বেনজেমা-মদরিচ-আসেনসিওদের নিয়ে পূর্ণ শক্তির দল পাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় গোলরক্ষক থিবো কুরতোয়া। অনেক জল্পনা-কল্পনার পর গত সপ্তাহে চেলসি ছেড়ে বার্নাব্যুতে নাম লেখান এই বেলজিয়ান। নগর প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গ্রিজম্যান-কস্তা-কোকে-সাউল-লেমার-কোরেয়াদের নিয়ে গড়া দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো। ছুটি কাটিয়ে দলে ফিরেছেন বিশ্বকাপ জয়ী ফ্রেঞ্চ তারকা আন্তোইন গ্রিজম্যান। এদিকে অ্যাটলেটিকো ছেড়ে রোববার ভ্যালেন্সিয়াতে যোগ দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কেভিন গ্যামেইরো। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্রিজম্যানকে বদলি হিসেবে নামান সিমিওন। ইন্টারকে ১-০ গোলে হারিয়ে প্রস্তুতি সারে অ্যাটলেটিকো। সবশেষ প্রীতি ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নেয় লোপেতেগির শিষ্যরা।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে তৃতীয় স্থান নিয়ে ইউরোপা লীগে নেমে যায় অ্যাটলেটিকো। আসরে বাজিমাত করে সিমিওনের দল। ফাইনালে অলিম্পিক মার্সেইকে ৩-০ গোলে বিধ্বস্ত করে অ্যাটলেটিকো। জোড়া গোল উপহার দেন গ্রিজম্যান। চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় রেকর্ড হ্যাটট্রিক শিরোপা উৎসব করে রিয়াল। গ্যালাকটিকোদের হয়ে জোড়া গোল করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল।
ইউয়েফা সুপার কাপে আগের ৪২ ম্যাচের ২৩টিতে জয় পায় চ্যাম্পিয়ন্স লীগ জয়ীরা। রিয়াল মাদ্রিদ ছয়বার ইউয়েফা সুপার কাপ ম্যাচ খেলে চারবার শিরোপা জেতে। গত দুই বছর যথাক্রমে সেভিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় লস ব্লাঙ্কসরা। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ের রেকর্ড গড়া রিয়ালের সামনে এবার প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার ইউয়েফা সুপার কাপ জয়ের হাতছানি। ইউয়েফা সুপার কাপে দুইবার খেলেই শতভাগ জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। ২০১০ সালে ইন্টার মিলান ও ২০১২-তে জয় আসে চেলসির বিপক্ষে। ইউয়েফা সুপার কাপে গত পাঁচ আসরের মধ্যে চারবারই স্পেনের দুই দল লড়াই করে। কিন্তু অল-মাদ্রিদ ম্যাচ এবারই প্রথম। এক শহরের দুই ক্লাব কখনোই ইউয়েফা সুপার কাপ খেলেনি। যেকোনো ইউয়েফা প্রতিযোগিতায় ৯ বার রিয়ালের মুখোমুখি হয়েছে অ্যাটলেটিকো (২ জয়, ২ ড্র ও ৫ হার)। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচ কিংবা টুর্নামেন্ট থেকে একবারও নগর প্রতিদ্বন্দ্বীদের বিদায় করতে পারেনি অ্যাটলেটিকো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status