খেলা

হুয়ান গাম্পার ট্রফি

মুখোমুখি মেসি-তেভেজ

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

বার্সেলোনার অধিনায়ক হিসেবে চারদিনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি লিওনেল মেসির সামনে। স্প্যানিশ সুপার কাপ জয়ের পর আজ হুয়ান গাম্পার ট্রফি ম্যাচে নামছে কাতালানরা। প্রতিপক্ষ মেসির দেশের ক্লাব আর্জেন্টাইন চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্স। ন্যু-ক্যাম্পে রাত সোয়া ১০টায় খেলা শুরু হবে। এটি অবশ্য কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। প্রতি বছরই ক্লাবের প্রতিষ্ঠাতা হুয়ান গাম্পারের নামে এই প্রীতি ম্যাচটি খেলে থাকে বার্সা। প্রতিযোগিতার ৫৩তম আসর এটি। টানা পাঁচবার ও মোট ৪০ বার হুয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সা। সবশেষ ২০১২ সালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় ইতালিয়ান ক্লাব সাম্পদোরিয়া। এ নিয়ে ষষ্ঠবার হুয়ান গাম্পার ট্রফিতে অংশ নিচ্ছে বোকা জুনিয়র্স। একবারও জয় পায়নি তারা। সবশেষ ২০০৮ সালে বার্সার কাছে ২-১ গোলে হার দেখে আর্জেন্টাইন জায়ান্টরা। মেসির মুখোমুখি হতে মুখিয়ে আছেন বোকা জুনিয়র্স তারকা কার্লোস তেভেজ। জাতীয় দলে মেসির আরেক সতীর্থ ও সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো ক্লাবটির অধিনায়ক। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেয়ে চমক দেখানো তরুণ উইঙ্গার ক্রিস্টিয়ান পাভনও খেলেন বোকা জুনিয়র্সে। বিশ্বকাপ শেষে তার আর্সেনাল ও বার্সায় যোগ দেয়ার গুঞ্জন ওঠে। এবার ন্যু-ক্যাম্পে নিজের সামর্থ্যের জানান দেয়ার সুযোগ পাচ্ছেন ২২ বছর বয়সী পাভন। এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ৩৪ বছর বয়সী তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো ক্লাবে খেলা এই অভিজ্ঞ ফরোয়ার্ড বলেন, ‘মেসির বিপক্ষে খেলা সবসময়ই দারুণ অনুভূতির। তার সঙ্গে খেলার সময়টা আমাকে আনন্দ দিত। তাই মেসির মুখোমুখি হতে পারা এবং তাকে কাছ থেকে দেখাটাও আমাকে আনন্দিত করবে।’ আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ে বার্সার নতুন অধিনায়ক হন ৩১ বছর বয়সী মেসি। গত রোববার মরক্কোতে স্প্যানিশ সুপার কাপে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করে বার্সা। অধিনায়ক হিসেবে প্রথমবার ট্রফি উঁচিয়ে ধরেন মেসি। তাতে অনন্য এক রেকর্ড গড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার)। বার্সার জার্সিতে ইনিয়েস্তাকে টপকে প্রতিযোগিতামূলক ইভেন্টে রেকর্ড ৩৩টি শিরোপা অর্জন করেন আর্জেন্টাইন সুপারস্টার। প্রীতি ম্যাচ হওয়ায় হুয়ান গাম্পার ট্রফি এই তালিকার বাইরে। এই ম্যাচ দিয়ে ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচ উপভোগ করবেন বার্সা সমর্থকরা। ন্যু-ক্যাম্পে আগামী ১৮ই আগস্ট দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে কোচ আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status