খেলা

লা লিগার খেলা টিভিতে দেখা যাবে না!

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৫০ পূর্বাহ্ন

এমন সন্দেহটা জেগেছে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে ফেসবুকের এক চুক্তি দেখে। টেলিভিশনে নয়, এবার হয়তো কেবল ফেসবুকে দেখা যাবে স্প্যানিশ লা লিগার খেলা। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। আর এবারের লা লিগার ভারতীয় উপমহাদেশের সম্প্রচার স্বত্ত্ব  কিনেছে সামাজিক মাধ্যম ফেসবুক। বাংলাদেশসহ উপমহাদেশের ৮ দেশের জন্য  লা লিগার সঙ্গে বিশেষ এক চুক্তি করেছে এই সামাজিক নেটওয়ার্ক। চুক্তির মেয়াদ তিন বছরের। বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপের দর্শকরা এখন লা লিগা দেখতে পারবেন কেবল ফেসবুকে। ২০১৪ থেকে স্প্যানিশ লা লিগার সমপ্রচার স্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। ৩ কোটি ২০ লাখ ডলার দিয়ে সেটা কিনেছিল সনি গ্রুপ। এবার সেই স্বত্ত্ব কিনে নিয়েছে ফেসবুক, তবে আর্থিক লেনদেন ও চুক্তির শর্তাবলী এখনও প্রকাশিত হয়নি। ফেসবুকে বিনা মূল্যে সমপ্রচার করা হবে নতুন মৌসুমে লা লিগার ৩৮০ ম্যাচের সবগুলো। গতকাল এক বিবৃতিতে লা লিগার ডিজিটাল স্ট্রাটেজির প্রধান আলফ্রেদো বেরমেহো বলেন, ‘ভারতীয় উপমহাদেশের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে সেবা দিতে পারবো বলে আমরা সত্যিই খুব খুশি। গত দুই বছর ধরে আমাদের অন্যতম লক্ষ্য ছিল বিশ্বব্যাপী যতদূর পারা যায় দর্শক বাড়ানোর। ফেসবুকের মতো ফ্রি প্লাটফর্মের  সঙ্গে যুক্ত হতে পারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভারতে যার (ফেসবুক) ব্যবহারকারীর সংখ্যা ২৭০ মিলিয়ন।’
এর আগে লা লিগার খেলাগুলো দেখানোর জন্য কৌশলগত কারণে টেন গ্রুপের চ্যানেলগুলোও কিনে নেয় সনি। কিন্তু এবার সনি টেন-এর  খেলার চ্যানেলগুলো ইতালিয়ান লীগ দেখালেও লা লিগার খেলা দেখাবে না। এর আগেই সনি টুইটারে এক প্রশ্নের জবাবে জানিয়েছিল, তারা লা লিগার সমপ্রচার স্বত্ব পায়নি। এই অঞ্চলে দেখা যায় এমন আর কোনো চ্যানেলও লা লিগার টিভি স্বত্ব পেয়েছে বলে এখন পর্যন্ত খবর আসেনি। স্প্যানিশ লা লিগার খেলা দেখার একমাত্র উপায় তাই সম্ভবত ফেসবুকই। ফেসবুক এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি। তবে ভারতের কিছু সংবাদমাধ্যম লিখেছে, খেলা দেখার জন্য ‘ফেসবুক ওয়াচ’ নামের একটি অ্যাপ নামাতে হবে। আবার অনেকে বলছেন, ফেসবুক অ্যাপটি থাকলেই হবে। সেখানেই খেলা দেখা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status