খেলা

এক ম্যাচেই শীর্ষস্থান হারালেন কোহলি

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৪৯ পূর্বাহ্ন

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে একটি সেঞ্চুরিসহ করেছিলেন ২০০ রান। এর ফলে নিষেধাজ্ঞায় থাকা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে হটিয়ে আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন বিরাট কোহলি। তবে, লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলের ভরাডুবির সঙ্গে নিজেরও খেলার ছন্দ হারানোয় ফের দ্বিতীয় স্থানে চলে গেলেন ভারতীয় অধিনায়ক। শীর্ষে ফিরলেন স্মিথ। দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ১৫৯ রানের হারে কোহলির ব্যাট থেকে দুই ইনিংসে আসে যথাক্রমে ২৩ ও ১৭ রান। যেখানে ভারতের ইংনিসগুলো ছিল ১০৭ ও ১৩০ রানের। তাতে তার রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১৯। স্মিথের রেটিং পয়েন্ট ৯৯২-এ রয়েছে। স্মিথ আর কোহলির পরে রয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট (৮৫১) ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বল টেম্পারিং কাণ্ডে স্মিথের সঙ্গে নিষিদ্ধ হওয়া আরেক অজি ব্যাটসম্যান ৮২০ পয়েন্ট নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৯৩ রান করা জনি বেয়ারস্টো। তিন ধাপ এগিয়ে বর্তমানে ৯ নম্বরে রয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। একধাপ পিছিয়ে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার দশে চলে গেছেন। দ্বিতীয় টেস্টে ম্যাচসেরা হওয়া ক্রিস ওকস ৩৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫০তম ব্যাটিং র‌্যাংঙ্কিয়ে উঠে এসেছেন। তবে, টেস্টে শীর্ষ ১০ বোলারের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ভারনন ফিল্যান্ডারকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। লর্ডসে তিনিই ভারতের দুই ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন। এ তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status