খেলা

শাস্তি পেতে পারেন সালাহ

স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

এক ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর পুলিশি ঝামেলায় পড়েছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ্‌। ইংল্যান্ডের মার্সেসাইড পুলিশ জানায়, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় সালাহকে শাস্তির আওতায় আনা হতে পারে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, ট্রাফিক জ্যামে আটকা থাকা অবস্থায় সালাহ নিজের ফোন ব্যবহার করেন। এ সময় তার গাড়ির চারপাশে কয়েকজন শিশুকে ভিড় করতে দেখা যায়। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ২০০ ডলার জরিমানার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির লাইসেন্সে ছয়টি নেতিবাচক পয়েন্ট দেয়া হয়। অভিযোগ গুরুতর হলে জরিমানা বাড়ার পাশাপাশি গাড়ি চালানোর ওপর এক বছরের নিষেধাজ্ঞা জারি হয়।
এই বিষয়ে সালাহ্‌র ক্লাব লিভারপুলের এক মুখপাত্র জানায়, লিভারপুলের পক্ষ থেকে সালাহর ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে ভিডিওটি যখন ধারণ করা হয়েছে সেই পরিবেশও তাদের নজরে আনা হয়েছে। তবে আপাতত ক্লাব ও সালাহ এ নিয়ে অন্য কোনো মন্তব্য করবে না বলে জানান ওই মুখপাত্র। গত মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বাধিক ৪৪ গোল করেন সালাহ। এই মিশরী স্ট্রাইকারের দুর্দান্ত পারফরম্যান্সে গত ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলে অলরেডরা। যদিও ফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় তাদের। এবারের মৌসুমেও ইংলিশ প্রিমিয়ার লীগে মৌসুমের প্রথম ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে লিভারপুলের হয়ে এক গোল করেন সালাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status