খেলা

এশিয়া কাপের প্রাথমিক দলে ৩ নতুন মুখ

স্পোর্টস রিপোর্টার

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৪৮ পূর্বাহ্ন

আগামী মাসেই দুবাইয়ে বসবে এশিয়া কাপ ক্রিকেট আসর। আর আসর সামনে রেখে আগামী ২৭শে আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের ক্যাম্প। জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সে কারণেই  ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন মুখ ৩০ বছর বয়সী ফজলে মাহমুদ রাব্বি, পেসার তরুণ সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়াও সাব্বির রহমান রুম্মানকেও রাখা হয়েছে প্রথমিক দলে। যদিও আকরাম খান জানিয়েছেন তার বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নেবে বিসিবি। গতকাল আকরাম খান বলেন, ‘আমাদের এশিয়া কাপের জন্য ক্যাম্প শুরু হবে ২৭শে আগস্ট। সেখানে ৩১ জনকে আমরা ডেকেছি। সেখান থেকে মূল দল ঘোষণা করা হবে। এছাড়াও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে কদিন আগে ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলা মুমিনুল হক জায়গা পেয়েছেন এই দলে। যদিও তাকে বিবেচনা করা হয় শুধু টেস্ট ব্যাটসম্যান হিসেবেই।
অনুশীলনে অনেককে পরখ করে দেখতে ৩০ সদস্যের প্রাথমিক দল চেয়েছিলেন নয়া কোচ স্টিভ রোডস। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, এটি এশিয়া কাপের প্রাথমিক দল হলেও মূলত সামনের ব্যস্ত মৌসুমের কথা মাথায় রেখেই এত জনকে ডাকা হয়েছে। এর মধ্যে ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলে দারুণ পারফর্ম করার কারণে খালেদকে পরখ করে নিতে রাখা হয়েছে। এছাড়াও ফজলে রাব্বি ঘরোয়া ক্রিকেট খেলছেন ১৪ বছরের বেশি সময় ধরে। মূলত টপ অর্ডার ব্যাটসম্যান হলেও ইদানীং সফল মিডল অর্ডারেও। সস্প্রতি শ্রীলঙ্কা ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বেশ ভালো ছিল পারফরম্যান্স। এছাড়াও ‘এ’ দলের হয়ে পারফরম্যান্সই দুয়ার খুলে শরিফুলের জন্য। ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুল নজর কেড়েছেন গত ঢাকা প্রিময়ার লীগে। প্রাইম ব্যাংকের হয়ে ৮ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট।
প্রথমিক দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, সাব্বির আহমেদ, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ রাব্বি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status