বাংলারজমিন

রূপগঞ্জে সড়কে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৫ আগস্ট ২০১৮, বুধবার, ৯:৩৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এ দুই সড়কের গোলাকান্দাইল চৌরাস্তা হতে সড়কের উভয় দিকে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চল থেকে আসা গরু বোঝাই ট্রাক, মালবাহী পিকআপ, কাভার্ডভ্যান চালক হেলপাররা এবং বিভিন্ন এলাকা থেকে যাতায়াতরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

জানা যায়, মঙ্গলবার দেশের সর্ববৃহৎ পাইকারি হাট বসে ভূলতা গাউছিয়ায়। এ কারণে সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউছিয়া মার্কেটের সামনে বিভিন্ন ধরনের মালবাহী যানবাহন ও যাত্রীবাহী বাস দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে পণ্য ও যাত্রী উঠানামা করে থাকে। এ ছাড়া এ মার্কেটের সামনে নির্মাণাধীন ভূলতা ফ্লাইওভারের কারণে সড়ক অনেকটা সরু হয়ে গেছে। এতে করে বিভিন্ন যানবাহন এ স্থানে থেমে থেমে ধীর গতিতে চলাচল করছে। যত্রতত্র পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি চলাচল, ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় গাড়ি থামিয়ে চাঁদাবাজির কারণে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ থেকে আধুরিয়া ৬ কিলোমিটার ও এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো থেকে নলপাথর ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে উত্তরাঞ্চল থেকে আসা কোরবানির হাটে বিক্রি করার জন্য গরু বোঝাই ট্রাক, চট্টগ্রাম থেকে আসা বিভিন্ন ধরনের মালবাহী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান আটকা পড়ে রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এসব যানবাহনের চালক হেলপার ও ব্যবসায়ীরা। ভোগান্তি থেকে রেহাই পায়নি দূরপাল্লার যাত্রীসাধারণ। চুয়াডাঙ্গা থেকে দাউদকান্দিতে যাওয়ার পথে যানজটে আটকা পড়া গরু ব্যবসায়ী ফারুক জানান, নির্মাণাধীন ভূলতা ফ্লাইওভারের কারণে গোলাকান্দাইল চৌরাস্তার মোড়ে দীর্ঘ সময় একপাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে দেয়ার ফলে ব্যস্ততম এ সড়ক দুটিতে বিশাল লম্বা গাড়ির লাইন তৈরি হচ্ছে। এতে করে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এখানে পর্যাপ্ত পুলিশ নিয়োগ করলে যানজট অনেকটা কমে যাবে। এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইকবাল হোসেন ভূঁইয়া জানান, মঙ্গলবার সাপ্তাহিক হাট আরেক দিকে ঈদকে সামনে রেখে গরু বোঝাই ট্রাক ও মালবাহী যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। তাছাড়া ফ্লাইওভারের নির্মাণ কাজ চলার দরুন সেখানে রাস্তা সরু। বিভিন্ন স্থানে খানাখন্দেরও সৃষ্টি হয়েছে। যার দরুন যানবাহন অনেকটা ধীর গতিতে চলাচল করছে। আশা করি খুব তাড়াতাড়ি সড়ক দুটিতে যানচলাচল স্বাভাবিক হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status