খেলা

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১:৫০ পূর্বাহ্ন

সব শঙ্কাকে দূর করে সুস্থ হয়ে উঠেছেন রোনাল্ডো ডি লিমা। সোমবার সামজিক যোগযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই এই তথ্য ভক্তদের জানান। সেখানে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লেখেন, ইবিজায় এসে খুব জ্বরে পড়েছিলাম। আমাকে শুক্রবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে সব কিছু এখন ঠিকঠাক আছে। আজই ফিরে যাচ্ছি। তোমাদের সবার ভালবাসা ও শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। সাধারণত ছুটি কাটানোর জন্যই ইবিজায় একটি বাড়ি তৈরি করেন রোনাল্ডো। এবারের গ্রীষ্মকালীন ছুটি কাটাতে সেখানে গিয়েই নিউমোনিয়ায় আক্রান্ত হন। পরে ইবিজার ক্যান মিসেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অবস্থার উন্নতি না হওয়ায় রোনাল্ডোকে বেসরকারি হাসপাতাল ক্লিনিকা নিউএস্ট্রায় নিয়ে যাওয়া হয়। ২০১২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরেই থাইরয়েড সংক্রান্ত সমস্যায় ভুগছেন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের সাবেক এই ফুটবলার। ফুটবল ক্যারিয়ারে রোনাল্ডোর মোট গোল ৪১৪টি। তার মধ্যে জাতীয় দল ব্রাজিলের হয়ে ৯৮টি ম্যাচ খেলে করেন ৬২ গোল। ২০০২ সালে বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেবার তিনি মোট ৮ গোল করেছিলেন। আর সব বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর মোট গোল রয়েছে ১৫টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status