শেষের পাতা

হাসপাতাল থেকে তাড়ালেন নার্স, গাছের নিচে সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:২০ পূর্বাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা বঞ্চিত প্রসূতির গাছতলায় সন্তান প্রসবের ঘটনায় দুটি পৃথক 
তদন্ত কমিটি গঠিত হয়েছে। অন্য দিকে ঘটনা ধামাচাপা দিতে আলোচিত প্রসূতিকে এক রাত রেখেই ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। দোষী নার্সদের শাস্তির দাবিতে স্থানীয় নারীরা ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছেন। এ দিকে এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফুলবাড়ী উপজেলা সংলগ্ন পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাঁশপুকুর গ্রামের বাসিন্দা রিকশাচালক আবু তাহেরের স্ত্রীর রিনা বেগমের (৩৩) প্রসব ব্যথা শুরু হলে গত ১২ই আগস্ট ভোর সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় । সেখানে কর্মরত নার্স রোজিনা আক্তার ও আফরোজা খাতুন, প্রসব ব্যথায় ছটফট করা রিনা বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না করে, একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে বলেন। সেই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয়তলা থেকে প্রসূতিকে নামিয়ে দেন তারা। এরপর রোগীর প্রসব বেদনা আরো তীব্র হলে স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের এক দোকানদারের মা এগিয়ে আসেন। তার সহযোগিতায় খোলা আকাশের নিচে ঘাসের ওপর জনসম্মুখে একটি কন্যাশিশুর জন্ম দেন রিনা বেগম।

এ ঘটনা জানাজানি হলে তোলপাড় শুরু হয়। দিনাজপুর জেলা প্রশাসক এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। সহকারী কমিশনার (ভূমি) এনামুল হকের নেতৃত্বে তদন্ত কমিটির অন্য সদ্যরা হলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্ত ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমাইল হোসেন। অপরদিকে সিভিল সার্জন পৃথকভাবে গঠন করেন আরেকটি তদন্ত কমিটি। আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্তর নেতৃত্বে তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, পরিবারপরিকল্পনা মেডিকেল অফিসার ডা. রইচউদ্দিন ও মেডিকেল অফিসার ডা. মুহর্তেমা ফাতেমা। তদন্ত প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে জমা দেয়ার কথা বলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত নার্সদের তিনটি অপরাধ চিহ্নিত করা হয়েছে (১) তারা প্রসূতি রোগীকে সর্তকতার সঙ্গে সেবা দেয়নি, (২) রোগীর অবস্থা কী সে বিষয়ে কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেনি ও চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করেই একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে- চিকিৎসক ছাড়া তারা অন্য জায়গায় রোগীকে রেফার্ড করতে পারেন না।

তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে সিভিল সার্জনের সঙ্গে পরামর্শ করা হয়েছে, সিভিল সার্জনের পরামর্শে আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্তকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসলেই অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, জেলা প্রশাসকের পরামর্শে সহকারী কমিশনার ভূমি এনামুল হককে আহ্বায়ক করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির তদন্ত প্রতিবেদন এলে পরবর্তী ব্যবস্থা নেয় হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status