বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৭

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:০৪ পূর্বাহ্ন

নাটোরে ২
নাটোর প্রতিনিধি: গুরুদাসপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক ও শিশুসহ দুইজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে বনপাড়া-হাটিকমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় ঢাকা থেকে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়। গাড়িটি দুমড়ে মুচড়ে গেলে এদের মধ্যে দুই গাড়ির চালকসহ তিন জন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নেয়ার পথে শ্যামলী পরিবহনের চালক নিহত হয়। নিহত আজাদুল কুষ্টিয়া সদরের বড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ১ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করে।
অপরদিকে, বেলা ১১টার দিকে গুরুদাসপুরের নারীবাড়ী এলাকায় অটোরিকশা চাপায় সুন্নাতি নামের এক শিশু নিহত ও আল আমিন নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। সুন্নাতি একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহতদের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী ১
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফুলবাড়ীতে ট্রলির ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টায় দিকে উপজেলার নাগদাহ কশালের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত অজের মামুদের ছেলে আবু-তাহের ওরফে বাংটু (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেল যোগে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় শ্যালো মেশিনচালিত একটি ট্রলি পেছন থেকে আবু-তাহেরকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের পুকুরে ফেলে পালিয়ে যায়। এ সময় পুকুরে থাকা একটি ধারালো বাঁশ আবু-তাহেরের হাঁটুর উপরের মাংসের মধ্যে ঢুকে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারে ১
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকায় শ্যামলী এসি বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে রিকশাযাত্রী এক স্কুলছাত্র। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইসলামাবাদ ইউনিয়েনর খোদাইবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিকশাচালক ধলা মিয়া (৩৫) ইসলামপুর ইউনিয়নের ভিলজারপাড়ার মুসিলম মিয়ার ছেল আর আহত রিকশাযাত্রী আসাদ নেওয়াজ (৯) খোদাইবাড়ি এলাকার শাহিন কোমপানির ছেলে ও ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
দিনাজপুরে ২
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: দিনাজপুরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। সকালে বিরলের হুসনা বাজারে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে রূপালী বাংলা জুট মিলের এক শ্রমিক নিহত হয়। আহত হয়েছে আরো এক শ্রমিক। নিহত বিরল উপজেলার পূর্ব মহেষপুর শওকত আলীর ছেলে আফসার আলী (৪০)। আহতরা হলেন- হুসনা গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে শফিকুল ও শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমীন। অপরদিকে, একই সময়ে চিরিরবন্দরে ট্রাকচাপায় একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
দিনাজপুর বিরল উপজেলার হুসনা বাজারের রূপালী জুট মিলের শ্রমিকেরা রাতে ডিউটি শেষে সকাল সাড়ে ৭টায় বাসায় ফেরার পথে বিরল থেকে বালু ভর্তি ট্রাক্টর বিরল পোর্টমুখী যাওয়ার সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়। এ সময় পাশে থাকা অপর দুই শ্রমিক গুরুতর আহত হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে রাস্তা স্বাভাবিক করে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরচালক আজিজুর রহমান ও হেলপার নইমকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জে শিশু
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে : সিরাজদিখানের বালুরচরে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় জায়েদুল আলম নামের ৫ বছরের শিশু নিহত হয়েছে। গতকাল বিকেলে জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের খাসমহল বালুরচরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত শিশু জায়েদুল বাড়ির পাশের সড়ক দিয়ে হাঁটতে ছিলো। এসময় একটি অটো রিকশা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status