বাংলারজমিন

বরিশালে গৃহবধূর লাশ সাড়ে ৪ মাস পর উত্তোলন

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হতভাগ্য গৃহবধূ বন্যা আক্তারের (২৬) লাশ আদালতের নির্দেশে চার মাস ১৮ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার খোলনা গ্রামের। উজিরপুর মডেল থানার এসআই জাফর ইকবাল জানান, আদালতের নির্দেশে গৃহবধূ বন্যার লাশ কবর থেকে উত্তোলন করে রোববার রাতে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ উত্তোলনের সময় নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা সিকদার উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে গত ২৫শে মার্চ খোলনা গ্রামের মোশারফ হাওলাদারের বাড়ি থেকে অগ্নিদগ্ধ মৃত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই সময় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। কিন্তু গত ১৮ই এপ্রিল নিহত গৃহবধূর ছোট বোন সৌদি প্রবাসী লিপি বেগম তার বোনকে যৌতুকের টাকার জন্য নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগে ছয় জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার প্রেক্ষিতে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা গত ২৫শে মে ময়নাতদন্তের জন্য কবর থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলনের আদেশ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status