খেলা

শিরোপার রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৫৪ পূর্বাহ্ন

শিরোপা জিতে মৌসুম শুরু করলো বার্সেলোনা। আর তাতে আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে বার্সার হয়ে সর্বাধিক ৩৩টি শিরোপা জয়ের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। রোববার মরক্কোর তাঞ্জিয়ারে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ শিরোপা জেতে কোচ আরনেস্তো ভালভার্দের শিষ্যরা। অধিনায়ক হিসেবে এটি লিওনেল মেসির প্রথম শিরোপা। বার্সেলোনার হয়ে নতুন মৌসুমে আনুষ্ঠানিকভাবে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। আর বার্সার অধিনায়ক হিসেবে এটি ছিল মেসির প্রথম অফিশিয়াল ম্যাচ। আর খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কারও ওঠে মেসির হাতে। লা লিগা ও কোপা দেল রে’ চ্যাম্পিয়ন দল মুখোমুখি হয় স্প্যানিশ সুপার কাপে। গত মৌসুমে দুই শিরোপাই জেতে বার্সেলোনা এতে এবারের স্প্যানিশ সুপার কাপ দ্বৈরথে সুযাগ পায় গতবারের কোপা দেল রে’ আসরের ফাইনালিস্ট সেভিয়া। লড়াইয়ের শুরুতে এগিয়ে যায় সেভিয়াই। তবে মেসির দারুণ ফ্রি কিক থেকে পাওয়া সুযোগে গোল নিয়ে বার্সেলোনাকে সমতায় ফেরান জেরার্ড পিকে। পরে ডি-বক্সের বাইরে থেকে বার কাঁপানো শটে জয়সূচক গোল করেন বার্সেলোনার ফরাসি উইংগার উসমান দেম্বেলে। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে সেভিয়া। বিসাম বেন ইয়েদারের পেনাল্টি শট সহজেই প্রতিহত করেন বার্সার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন।
এবারই প্রথম স্পেনের বাইরে হলো স্প্যানিশ সুপার কাপ দ্বৈরথ। আর প্রথমবারের মতো দুই লেগের বদলে এক ম্যাচেই নিষ্পত্তি হয় শিরোপার। মরক্কোয় খেলা শুরুর ৯ মিনিটে সেভিয়াকে লিড এনে দেন মিডফিল্ডার পাবলো সারাবিয়া। ৪২ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান জেরার্ড পিকে। লিওনেল মেসির ফ্রি-কিক বারে লেগে সেভিয়া গোলরক্ষক টমাস ভাসলিকের পা থেকে আবারো বারে লেগে ফিরে আসে। কিন্তু শেষ রক্ষা হয়নি সেভিয়ার। খালি পোস্টে সহজেই বল জালে পাঠান পিকে। বার্সেলোনার জার্সি গায়ে ৩২ শিরোপার গৌরব আন্দ্রেস ইনিয়েস্তার। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বশেষ শিরোপার স্বাদ নেন ইনিয়েস্তা। গত মৌসুমে বার্সেলোনাকে নেতৃত্ব দেন আন্দ্রেস ইনিয়েস্তাই। তবে মৌসুম শেষে স্প্যানিয়ার্ড এ মিডফিল্ডার বার্সেলোনা থেকে পাড়ি দেন জাপানি ক্লাব ভিসেল কোবেতে। মেসি-ইনিয়েস্তা দুজনেই বেড়ে ওঠেন বার্সেলোনার ফুটবল একাডেমি ‘লা মাসিয়া’তে। ২০০২ সালে ১৮ বছর বয়সে বার্সেলোনা সিনিয়র দলে সুযোগ নেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর ২০০৫ সালে বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক ১৮ বছর বয়সেই। স্প্যানিশ লা লিগায় সর্বাধিক ৩৮৩ ও আসরের এক মৌসুমে সর্বোচ্চ ৫০ গোলের রেকর্ড মেসিরই। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এক মৌসুমে সর্বাধিক ৭৩ গোলের রেকর্ডও মেসির।
মেসির ক্যারিয়ার
আসর শিরোপা
স্প্যানিশ লা লিগা ৯
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ৪
ফিফা ক্লাব বিশ্বকাপ ৩
স্প্যানিশ কোপা দেল রে ৬
ইউয়েফা সুপার কাপ ৩
স্প্যানিশ সুপার কাপ ৮
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status