খেলা

রোনালদোর অভিষেকে মাঠে দর্শকের ঢল

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন

ম্যাচের বয়স তখন ৭২ মিনিট। মাঠে নেমে পড়লেন হাজারো দর্শক। ফলে খেলাই বন্ধ হয়ে যায়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের নতুন তারকার সঙ্গে সেলফি তুলে মুহূর্তটা স্মরণীয় করে রাখার চেষ্টা সমর্থকদের। জুভেন্টাসের জার্সিতে রোনালদোর অভিষেক ম্যাচে এমন দৃশ্যই ধরা পড়ে। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল না। রোববার নতুন মৌসুমের প্রস্তুতিতে নিজেদের ‘বি’ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে জুভেন্টাস। ভিলার পেরোসায় প্রায় পাঁচ হাজার দর্শকের উপস্থিতি ছিল। ৫-০ ব্যবধানের জয়ে গোলের সূচনা করেন রোনালদো। ৮ মিনিটের মাথায় জুভিদের এগিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক। ১০ মিনিট পর রিকার্দো কাপেলিনির আত্মঘাতী গোলেও রোনালদোর অবদান। বল দখলের লড়াইয়ে উল্টো নিজেদের জালে বল পাঠান তিনি। ৩১ ও ৪০ মিনিটে জোড়া গোল করেন পাউলো দিবালা। ৫৩ মিনিটে গোলের খাতায় নাম লেখান ক্লদিও মারচিসিও। ম্যাচ ছাপিয়ে দর্শকদের মাঠে নেমে পড়া নতুন কিছু নয়। প্রতিবছরই ‘বি’ দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে মৌসুম শুরু করে জুভেন্টাস। ভিলার পেরোসায় ১৯৫৫ সাল থেকে এটি হয়ে আসছে। তুরিন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই অঞ্চলটির মালিক জুভেন্টাস চেয়ারম্যান আন্দ্রেয়া আনিয়েল্লির পরিবার। আলোচিত এই প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধের যেকোনো সময়ে মাঠে নেমে দর্শকদের ম্যাচের সমাপ্তি টানাও একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। গত বছরের গোলশূন্য ম্যাচটি ৫০ মিনিটেই বন্ধ হয়ে যায়। রোববার ম্যাচ শেষে টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন ৩৩ বছর বয়সী রোনালদো, ‘বিশেষ জায়গায় একটা চমৎকার দিন পার করলাম। যেটি জুভেন্টাসের জয়ের গল্প বলে। দারুণভাবে সমর্থন দেয়ার জন্য সব সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’ বিশ্বকাপ মিশন শেষে ৯ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানেন রোনালদো। আগামী শনিবার জুভেন্টাসের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু করবেন তিনি। টানা সাত বারের সিরি আ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কিয়েভো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status