এক্সক্লুসিভ

ধর্ষণের অভিযোগে মামলা কারাগারে চিকিৎসক

কুষ্টিয়া প্রতিনিধি

১৩ আগস্ট ২০১৮, সোমবার, ৯:৫২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় রোগীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের মামলায় ডা. এএইচ খান বিজয় নামের এক চিকিৎসককে কারাগারে পঠিয়েছেন আদালত। রোববার দুপুর আড়াইটায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের (অতিরিক্ত দায়িত্ব পালনকারী) বিচারক তৌহিদুল ইসলাম এ আদেশ দেন। আসামি ডা. এএইচ খান বিজয় কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকার সিটি মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক। এজাহার সূত্রে বাদিনীর করা অভিযোগে জানা যায়, হৃদরোগাক্রান্ত বাদিনী শহরের পিয়ারাতলা এলাকার সিটি মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ঐ চিকিৎসকের কাছে গেলে চিকিৎসার নামে প্রতারণা করে একটি কক্ষে ডেকে নিয়ে তাকে (বাদিনী) ধর্ষণ করেন চিকিৎসক। পরে ভুল স্বীকার করে এবং বাদিনীর চাপে ভুয়া বিবাহের নাটক করেন ঐ চিকিৎসক। এভাবে ব্ল্যাকমেইল করে প্রায় বছরাধিককাল ধরে শহরের বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণসহ ঐ চিত্র ভিডিওতে ধারণ করে তা ইন্টারনেটে প্রকাশ করার হুমকি প্রদান করেন বলে অভিযোগ বাদিনীর। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল জানান, বাদিনী নারগিস আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের মামলা নং ৪৩/২০১৮ এর একমাত্র আসামি কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকার সিটি মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কথিত চিকিৎসক ডা. এএইচ খান বিজয় আদালতে জামিনাবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status