দেশ বিদেশ

সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে- নাছির

চট্টগ্রাম প্রতিনিধি

১১ আগস্ট ২০১৮, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির চিরায়ত ঐতিহ্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ১৯৭৫’র ১৫ই আগস্ট কালরাতে ঘাতকেরা স্বপরিবারে হত্যা করে জাতির জনককে। এই নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে বাঙালির চিন্তা-চেতনা, মুক্তিযুদ্ধ, সংগ্রাম, স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ইতিহাসে শুরু হয় দহন কাল। দীর্ঘ ২১ বছর পর বাংলার জনগণ ভোটে আওয়ামী লীগ সরকার গঠন করে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ শুরু করে।
পরবর্তীতে স্বাধীনতাবিরোধী শক্তি ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে। দুর্নীতি, হত্যা, লুণ্ঠনের অপরাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন-অগ্রগতি পেছনের দিকে ঠেলে দেয়। কিন্তু বাঙালি মাথা নোয়াবার জাতি নয়। এই বাংলার জনগণ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশের কাতারে উন্নীতকরণের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ সোনাপুর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খত্‌মে কোরআনের আয়োজন করা হয়েছে। পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, সেলিম রনিসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status