দেশ বিদেশ

ইসলামবিদ্বেষী মন্তব্যে তদন্তের মুখে বরিস জনসন

মানবজমিন ডেস্ক

১১ আগস্ট ২০১৮, শনিবার, ১০:১৪ পূর্বাহ্ন

মুসলিম নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন সাবেক বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। নেকাব পরিহিত মুসলিম নারীদের চিঠির বাক্স ও ব্যাংক ডাকাতের সঙ্গে তুলনা করার কারণে এবার তদন্তের মুখোমুখি হচ্ছেন তিনি। বৃটিশ সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, সম্প্রতি ডেইলি টেলিগ্রাফে লেখা একটি কলামে বরিস জনসন নেকাব পরিহিত নারীদেরকে ব্যাংক ডাকাত ও চিঠির বাক্সের সঙ্গে তুলনা করেন। এই মন্তব্যের জের ধরে দেশটিতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী তেরেসা মে তাকে দুঃখ প্রকাশ করার অনুরোধ করেছেন। এবার তার বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে। তার এমন মন্তব্য কনজারভেটিভ পার্টির দলীয় মূল্যবোধের বিরোধী। তার দলের কয়েকজন এমপিসহ কয়েকটি সংগঠন তার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক অভিযোগ তোলার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে ওই মন্তব্যের কারণে বেশ বিপাকেই রয়েছেন তিনি। প্রসঙ্গত, তেরেসা মে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বরিস জনসন। ব্রেক্সিট ইস্যুতে মনোমালিন্যের জের ধরে সম্প্রতি তিনি পদত্যাগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status