খেলা

৮ ম্যাচে ৫১ গোল কিশোরীদের

স্পোর্টস রিপোর্টার

১১ আগস্ট ২০১৮, শনিবার, ১০:০৪ পূর্বাহ্ন

ভুটানের রাস্তায় ওয়ার্ম আপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল

মাঠে নামলেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। যার শুরুটা হয়েছে আট মাস আগে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়য়নশিপের মধ্যদিয়ে। ক’দিন আগে হংকংয়ে আমন্ত্রণমূলক জকি টুর্নামেন্টে যার ধারাবাহিকতা বজায় রেখেছিলো মেয়েরা। চলমান সাফসহ এই তিনটি প্রতিযোগিতার আট ম্যাচে প্রতিপক্ষের জালে ৫১ বার বল জড়িয়েছে তহুরা-মারিয়ারা।
বয়সের কারণে গত সাফে খেলা চার ফুটবলার নেই এবারের দলে। তবে অভিজ্ঞ মার্জিয়াদের ছাড়াও বৃস্পতিবার পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ছোটনের শিষ্যরা। তবে এর চেয়েও বড় জয় রয়েছে বাংলাদেশের এই মেয়েদের। ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে নেপালে বাংলাদেশ ১৫-০ গোলে হারিয়েছিল ভুটানকে। এদিন থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শামসুন্নাহার জুনিয়র একাই করেছেন ৪ গোল। হংকংয়ের জকি টুর্নামেন্টেও সাত গোল করেছিলেন শামসুন্নাহার। ওই আসরে আট গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন তহুরা খাতুন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ৫০তম মিনিটে বদলি খেলতে নামেন ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ে শামসুন্নাহার। এ সময় দল ৬-০ গোলে এগিয়ে ছিল। আর মাঠে নামার ৭ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশি এ কিশোরী স্ট্রাইকার। বাংলাদেশের এই কিশোরী ফুটবল দল (অনূর্ধ্ব-১৫) এদিন পাকিস্তানকে হারানো ম্যাচ দিয়ে শেষ ৮ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল করেছে ৫১টি। অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ৬টিরও বেশি গোল করেছে লাল-সবুজের জার্সিধারীরা। ডিসেম্বরে গেল সাফে চার ম্যাচে ১৩ গোল করেছিল বাংলাদেশ। বিপরীতে হজম করেনি একটি গোলও। আর হংকংয়ে তিন ম্যাচে দুই গোল হজম করলেও প্রতিপক্ষের জালে বল জড়ায় ২৪ বার। আর ভুটানে দ্বিতীয় সাফের নিজেদের প্রথম ম্যাচে ১৪ গোল। শেষ ৮ ম্যাচে অনূর্ধ্ব-১৫ দল ৫১ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ২টি।
আগামী সোমবার নেপালের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হবে গত আসরের চ্যাম্পিয়নদের। যাদের ঢাকায় অনুষ্ঠিত গত আসরে ৬-০ গোলে হারিয়েছিলো মেয়েরা।
শেষ আট ম্যাচের ফল
সাফ অনূর্ধ্ব-১৫ (ঢাকা)
বাংলাদেশ ৬-০ নেপাল
বাংলাদেশ ৩-০ ভুটান
বাংলাদেশ ৩-০ ভারত
বাংলাদেশ ১-০ ভারত (ফাইনাল)
হংকংয়ে জকি কাপ
বাংলাদেশ ১০-১ মালয়েশিয়া
বাংলাদেশ ৮-১ ইরান
বাংলাদেশ ৬-০ হংকং (ফাইনাল)
অনূর্ধ্ব-১৫ সাফ ২০১৮ (চলমান)
বাংলাদেশ ১৪-০ পাকিস্তান

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status