দেশ বিদেশ

কানাডায় গোলাগুলি, নিহত ৪

মানবজমিন ডেস্ক

১১ আগস্ট ২০১৮, শনিবার, ১০:০৩ পূর্বাহ্ন

কানাডার পূর্বাঞ্চলীয় একটি শহরে গোলাগুলি ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। এতে আরো বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার দিনের শুরুতে দেশটির নিউ ব্রুন্সউইক প্রদেশে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টুইটার বার্তায় কানাডার পুলিশ বলেছে, সেখানে গোলাগুলি চলছে। কয়েকজন হতাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষদের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাদের দরজা বন্ধ করে রাখার নির্দেশনা দিয়েছে পুলিশ। নিউ ব্রুন্সউইক প্রদেশে বন্দুক হামলার ঘটনা এটিই প্রথম না। এর আগে ২০১৪ সালে সেখানে বন্দুকধারীদের গুলিতে কয়েকজন পুলিশ সদস্য হতাহত হয়েছিলেন।
প্রসঙ্গত, কানাডার অস্ত্র আইন খুবই কঠোর। দেশটির আইন যুক্তরাষ্ট্রের আইনের চেয়েও অনেক বেশি রক্ষণশীল। এমন কঠোর আইনের দেশে বন্দুক হামলাকে অনেক বড় ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশটিতে বন্দুক দিয়ে সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত মাসে টরন্টোতে এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়। এতে আহত হয় আরো ১৩ জন। পরে বন্দুকধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status