খেলা

বার্সার নতুন অধিনায়ক মেসি

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট ২০১৮, শনিবার, ১০:০১ পূর্বাহ্ন

আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ে নতুন অধিনায়ক হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করেছে বার্সেলোনা। মেসির ডেপুটি সার্জিও বুসকেটস। ২০১৮-১৯ মৌসুম সামনে রেখে যথাক্রমে চারজন অধিনায়কের নাম প্রকাশ করে বার্সা। বাকি দুইজন হলেন জেরার্ড পিকে ও সার্জি রবার্তো। চারজনই বার্সার যুব একাডেমি ‘লা মেসিয়া’ থেকে উঠে আসেন। মেসি বাদে বাকি তিনজন স্প্যানিয়ার্ড ফুটবলার। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে বার্সার চার অধিনায়ক (জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তা, মেসি ও বুসকেটস) ছিল লা মেসিয়ার। গত মৌসুম শেষে শৈশবের ক্লাব বার্সা অধ্যায়ের ইতি টেনে জাপানিজ ক্লাব ভিসেলে কোবেতে নাম লেখান ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা। জাভির বিদায়ে ২০১৫-১৬ মৌসুমে বার্সার অধিনায়কের আর্মব্যান্ড ওঠে ইনিয়েস্তার হাতে। তখন থেকে বার্সার দ্বিতীয় অধিনায়ক ছিলেন বার্সার ‘নাম্বার টেন’ মেসি। কার্লোস পুয়োল, জাভি ও ইনিয়েস্তার পথ ধরে এখন কাতালানদের প্রথম অধিনায়ক আর্জেন্টাইন সুপারস্টার। বার্সায় ১০ মৌসুম কাটানোর পর দ্বিতীয় অধিনায়ক হলেন বুসকেটস। ২০১৪-১৫ মৌসুম থেকে অধিনায়ক তালিকায় রয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। সেন্টারব্যাক পিকেও বার্সার জার্সিতে ১০ মৌসুম পূর্ণ করেছেন। নতুন মৌসুমে কাতালানদের তৃতীয় অধিনায়ক তিনি। অধিনায়ক তালিকায় চমক সার্জি রবার্তো। হাভিয়ের মাশ্চেরানো চলে যাওয়ায় চতুর্থ অধিনায়কের জায়গাটা পূরণ করেছেন তিনি। ফুলব্যাক ও মিডফিল্ডার পজিশনে খেলতে সক্ষম ২৬ বছর বয়সী রবার্তো। ২০১০ সালে অভিষেক হলেও ২০১৩-১৪ মৌসুম থেকে দলে নিয়মিত হওয়া শুরু করেন তিনি। বার্সার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন রবার্তো। অধিনায়কের মর্যাদা পাওয়াটাই এর প্রমাণ। সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হিসেবে দলের প্রথম অধিনায়ক ৩১ বছর বয়সী মেসি। ২০০৫ সালে অভিষেক হয় তার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status