বাংলারজমিন

দিরাইয়ে শতবর্ষী পদ্মবিলকে সরকারিভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

১১ আগস্ট ২০১৮, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পদ্মকানন হিসেবে পরিচিত শতবর্ষী পদ্মবিলকে সরকারিভাবে পর্যটনকেন্দ্র ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকায় বিলের পাড়ে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পত্মী লুবনা আফরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিউল আলম, জেলা ম্যাজিস্ট্রেট মাহাম্মদ হারুন উর রশীদ, ফয়সল রায়হান, ফারজানা আক্তার ববি, আক্তার জাহান সাথী, গাজালা পারভীন রুহী, মঞ্জুর আলম, ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, এহসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগদিশ সামন্ত, প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, রণধির দাস, অসীম কুমার দাস প্রমুখ। এরপর ফলক উন্মোচনের মাধ্যমে উপজেলার জগদল, সরমঙ্গল ও চরনারচর তিনটি ইউনিয়ন পরিষদে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, এ পদ্মবিলকে সরকারিভাবে বিশেষ পরিকল্পনার মাধ্যমে আকর্ষণীয় করে তোলা হবে। পদ্ম কাননটি দেখার জন্য দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসবেন। বেসরকারিভাবে আবাসিক রিসোর্স স্থাপনের জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি। উল্লেখ্য ৭.৩৩ একর সরকারের খাস খতিয়ানের জায়গার এ বিলে শতবছর পূর্ব থেকে পদ্মফুল ফুটে আসছে। প্রাকৃতিকভাবেই বিশাল এ জায়গা জুড়ে পদ্মফুল ফুটে আসছে বলে জানিয়েছেন এলাকাবাসী।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status