অনলাইন

সরকারের শেষ সময় এসে গেছে : মওদুদ

স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ২:১০ পূর্বাহ্ন

অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রকৃতির একটা আইন রয়েছে। কখন কোথায় কী ঘটছে বলা যাবে না। সরকারের শেষ সময় এসে গেছে। এখন অতি দ্রুত দেশের রাজনীতির চিত্র বদলে যেতে থাকবে।
মওদুদ আহমদ বলেন, এখন দেশে সরকার আছে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ওপর হামলা হলো, ব্যাংক লুট হলো, সোনা রুপা হয়ে গেল। কিন্তু কেউ গ্রেপ্তার হলো না।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ইসি সরকারের তল্পীবাহক। তবে সিইসি মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। এর পরে আর সিইসির পদে থাকা সমীচিন নয়। তার পদত্যাগ দাবি করছি।
তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনর ছাত্রদের ওপর হামলার বিরাট মূল্য দিতে হবে সরকারকে। নতুন প্রজন্মই নতুনভাবে এই হামলার জবাব দেবে। এসময় তিনি বলেন, মন্ত্রিপরিষদে ঘোষিত নতুন সড়ক পরিবহন আইন রাজনৈতিক প্রতারনা। আইন আগের মতোই রয়েছে। এটা কোটার মতো প্রতারনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status