দেশ বিদেশ

হামলার দায় সরকার এড়াতে পারে না: ডিআরইউ

স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

সাম্প্রতিক শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজধানীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউয়ের চত্বরে এক সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুব ন্যক্কারজনক। পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা হামলাকারীদের বিরুদ্ধে সেখান থেকে ধরেনি। হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকলেও তাদের এখনও পর্যন্ত ধরা হয়নি। এ হামলার দায় সরকার এড়াতে পারে না। সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এ থেকে বোঝা যায় হামলাকারীরা কোন দলের মদতপুষ্ট। তাই এই হামলার দায় সরকার এড়াতে পারবে না। এদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরো বলেন, ঘটনার দিন যাদের হাতে ক্যামেরা ছিল, যাদের সাংবাদিক মনে হয়েছে তাদের ওপরই হামলা চালানো হয়েছে। এই হামলা করে তারা কি করতে চেয়েছিল? তারা গণমাধ্যমকে স্তব্ধ করতে চেয়েছিল। তারা সাংবাদিকদের ভয় দেখাতে চেয়েছে যাতে সাংবাদিকরা সত্য প্রকাশ থেকে পিছিয়ে যায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সাংবাদিক সমাজ অতীতেও সত্য থেকে পিছপা হয়নি এবং আগামীতেও হবে না। এই সন্ত্রাসীদের সরকার চিনতে পারেন না। কিন্তু, দেশের মানুষ এদের চিনতে পেরেছে। তিনি আরো বলেন, সাংবাদিকদের ওপর হামলার সব প্রতিবাদে ডিআরইউ একাত্মতা জানাবে। আমরা শিগগির সব সংগঠন মিলে স্মারকলিপি দেব। যদি এরপরেও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিচার না করা হয় তাহলে আমরা আর বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিতভাবে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সে কর্মসূচি হবে কঠোর। সত্য প্রকাশ করার জন্য আমাদের ওপর হামলা হয়ে থাকলে আমরা আপনাদের বর্জন করবো। আপনাদের সংবাদ আমরা প্রকাশ করব না, প্রচার করব না। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আবু সালেহ আকন বলেন, আমরা স্পষ্ট দেখেছি কারা ঘটনাস্থলে সাংবাদিকদের ওপর হামলা করেছে। ঘটনাস্থলে পুলিশ নিষ্ক্রিয় ছিল তা আমরা দেখতে পেয়েছি। আমরা পুলিশের প্রতি আহ্বান জানাবো আপনারা ওই ঘটনার দায় এড়াতে চাইলে হামলাকারী সন্ত্রাসীদের ধরুন। নইলে বিবেকের কাছে আপানাদের একদিন না একদিন জবাব দিতে হব। ডিআরইউ সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলীর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি গ্যালমান শফি, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান, অর্থ সম্পাদক মানিক মুনতাসির, সাংগঠিক সম্পাদক নুরুল ইসলাম হাসিব, অফিস সম্পাদক জেহাদ চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. মহসিনসহ বিএফইউজে ও ডিইউজে উভয় অংশের নেতারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status