দেশ বিদেশ

র‌্যাবের সাবেক অধিনায়ক হাসিনুরকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর সেনানিবাসের ডিওএইচএস এলাকা থেকে র‌্যাবের সাবেক অধিনায়ক লে. কর্নেল (চাকরিচ্যুত) হাসিনুর রহমান ডিউককে ডিবি পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার রাত ১০টা ২০ মিনিটে মিরপুর ডিওএইচএস এলাকার ১১ নম্বর রোডের ৭৯২ নম্বর বাড়ির সামনে থেকে তাকে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিওএইচএস এলাকার ৪ নম্বর এভিনিউয়ের ১০ নম্বর রোডের ৬৫৯ নম্বর বাড়িতে হাসিনুর রহমান ডিউক সপরিবারে থাকতেন। বৃহস্পতিবার সকালে শামীমা রহমানের অভিযোগটি পুলিশ জিডি হিসাবে গ্রহণ করে। জিডি নম্বর-৬৪২। জিডির তদন্তের দায়িত্ব পেয়েছেন পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমরা জিডিটি তদন্ত করছি। তার সম্ভাব্য অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। জিডিতে হাসিনুর রহমানের স্ত্রী শামীমা রহমান তার স্বামীকে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত হিসাবে উল্লেখ করেছেন। জিডিতে তিনি অভিযোগ করেছেন, বুধবার রাত ৯টার দিকে এক বন্ধুর সঙ্গে দেখা করতে হাসিনুর বাসা থেকে বের হয়ে যান। দেখা শেষ করে ১০টার পর বাসার উদ্দেশে রওনা দেন। ১০টা ২০ মিনিটে বাসার ঠিক কাছেই ৭৯২ নম্বর বাড়ির সামনে একটি মাইক্রোবাস থেকে ৪-৫ ব্যক্তি নেমে হাসিনুরকে উঠিয়ে নেয়ার চেষ্টা চালায়। ওই সময় হাসিনুর চিৎকার করতে থাকেন। মাইক্রোবাস থেকে নামা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় হাসিনুরের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তারা তাকে মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status