বাংলারজমিন

ব্রিজ নয় যেন মরণ ফাঁদ

বরগুনা প্রতিনিধি

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:২৬ পূর্বাহ্ন

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা খালের আয়রন ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জানা যায়, আমতলী-তালতলী হেড কোয়ার্টার সোনাকাটা সি-বিচের বটতলা সড়ক থেকে কোয়ার্টার মাইল পশ্চিমে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদুরগাছা খালের উপর ৫শ’ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজটি প্রায় দেড় যুগ আগে তৎকালীন আমতলী উপজেলা এলজিইডি নির্মাণ করে। এ ব্রিজ দিয়ে বাদুরগাছা, পশ্চিম শারিকখালী ও দক্ষিণ শারিকখালী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ উপজেলা শহর তালতলীতে আসা-যাওয়া করে। এ ছাড়াও পূর্ব কচুপাত্রা ও বটতলা এলাকার প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থী এ ব্রিজ দিয়ে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া আসা করে।
বর্তমানে ব্রিজটির পাটাতন ঢালাই খসে গিয়ে মধ্যের রড বেড়িয়ে গেছে। এ কারণে ওই সড়কে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটি দিয়ে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। এলাকাবাসীর দাবি অতিদ্রুত ব্রিজটি সংস্কারের।
এ বিষয়ে তালতলী উপজেলা প্রকৌশলী এসএম তৈয়বুর রহমান জানান, বাদুরগাছা খালের উপর ৫শ’ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজটি চলতি অর্থবছরে পুনঃনির্মাণের ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status