দেশ বিদেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউতে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে প্রদান করা হবে

স্টাফ রিপোর্টার

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ই আগস্ট বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগী দেখার উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এই প্রথমবারের মতো নিম্নরূপ পরীক্ষা-নিরীক্ষাসমূহ বিনামূল্যে ও অর্ধমূল্যে প্রদান করা হবে। বিনামূল্যে প্রদানকৃত পরীক্ষা-নিরীক্ষাসমূহ হলো- CBC, Urine for R/M/E, Stool for R/M/E এবং অর্ধমূল্যে প্রদানকৃত পরীক্ষা-নিরীক্ষাসমূহ হলো- X-ray Chest (P/A view), Blood for C/S. Urine for C/S. Widal test. S. Creatinine. S. ALT. FCG. USG of Whole Abdomen.  ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রথমবারের মতো পরীক্ষা-নিরীক্ষাসমূহ বিনামূল্যে/অর্ধমূল্যে প্রদানের কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও পরিচালক (হাসপাতাল) মহোদয়কে নির্দেশ দিয়েছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে যাত্রা, সকাল ৮টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরআনখানি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। এছাড়াও রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনা অনুষ্ঠান। গতকাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এই তথ্য জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status