এক্সক্লুসিভ

সাংবাদিকদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান আইপিআইয়ের

মানবজমিন ডেস্ক

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হওয়া হামলা ও নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট (আইপিআই)। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়। একইসঙ্গে তারা ফটোগ্রাফার শহিদুল আলমকে গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে ও অবিলম্বে তার মুক্তি দাবি করেছে। বিবৃতিতে তারা লিখেছে, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনে সরকার দলীয় সমর্থক ও নিরাপত্তাবাহিনী জড়িত। পাশাপাশি সংস্থাটি প্রধানমন্ত্রীকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাংবাদিকদের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে এদেশে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায়।
 উল্লেখ্য, আইপিআই হচ্ছে বিশ্বের নানা দেশের সম্পাদক ও সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান। ভিয়েনাভিত্তিক এ প্রতিষ্ঠানটি জাতিসংঘ, ইউনেস্কো ও ইউরোপীয় কাউন্সিলের উপদেষ্টা হিসেবেও পরিচিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status