এক্সক্লুসিভ

আগামী সংসদের সদস্যদের জন্য ন্যাম ফ্ল্যাট খালি করার সুপারিশ

সংসদ রিপোর্টার

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৯:০৬ পূর্বাহ্ন

একাদশ সংসদে নির্বাচিত এমপিদের জন্য সুন্দর আবাসন নিশ্চিত করতে চায় জাতীয় সংসদের আবাসনের দায়িত্বে থাকা ‘সংসদ কমিটি’। এজন্য চলতি সংসদের যেসব সংসদ সদস্য ন্যাম ফ্ল্যাটে (সদস্য ভবনে) থাকেন না, তাদের ফ্ল্যাট ছেড়ে দেয়ার তাগিদ দেয়া হয়েছে। ফ্ল্যাটগুলো খালি হলে সংস্কার করে নতুন এমপিদের থাকার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও প্রধান হুইপ আ স ম ফিরোজ। এসময় কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-আলম চৌধুরী লিটন, মোছা. মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, তালুকদার মো. ইউনুস ও নাজমুল হক প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, এই সংসদের মেয়াদ আর বেশি দিন নেই। পরে যারা নির্বাচিত হবেন, তারা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারেন সেজন্য যেসব এমপি ফ্ল্যাটে থাকেন না, তাদের ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয়েছে। যাতে ফ্ল্যাটগুলোর সংস্কার কাজ এগিয়ে রাখা যায়। এ ধরনের ৩০ থেকে ৪০ জন সংসদ সদস্য রয়েছেন বলে তিনি জানান। এমপিদের বসবাসের জন্য রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় ১০টি ভবনে ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সংসদ সচিবালয়। সংসদ কমিটির প্রাথমিক তালিকায় ৯১টি ফ্ল্যাটে সংসদ সদস্যদের অবস্থান না করার বিষয়টি উঠে আসে। যেখানে তাদের কাজের লোক, ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার বসবাস করতেন। পরবর্তীকালে যাচাইবাছাই করে ৩০ জনের মতো এমপিকে ফ্ল্যাট বরাদ্দ বাতিলের নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়। এদিকে সংসদ ভবন এলাকায় প্রবেশের তিনটি পয়েন্টে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ রাখার জন্য সুপারিশ করেছে সংসদ কমিটি। কমিটির বৈঠকে আলোচনা শেষে আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও মনিপুরিপাড়া গেট সংলগ্ন প্রধান সড়কে ট্রাফিক পুলিশ রাখার জন্য বলা হয়। একই সঙ্গে সংসদ সদস্য ও আগত অতিথিদের সংসদে যাতায়াতের সুবিধার্থে চন্দ্রিমা উদ্যান ও বিজয় সরণি এলাকার গেট খোলা রাখার জন্য সার্জেন্ট অ্যাট আর্মসকে কার্যকরী উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এ বিষয়ে কমিটির সভাপতি আ স ম ফিরোজ বলেন, আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ ও মনিপুরিপাড়া- এই তিনটি পয়েন্ট থেকে সংসদে ঢুকতে যাওয়া গাড়িগুলো যাতে রাস্তার ওপরে দাঁড়িয়ে না থাকে সেজন্য সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিয়োজিত রাখতে বলা হয়েছে। এছাড়া সংসদ সদস্যদের কাছে আসা অতিথিদের সঠিকভাবে তল্লাশি করে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে তা তদারকির সুপারিশ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status