রকমারি

দৃষ্টান্ত

জহুরুল ইসলাম

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৮:৩০ পূর্বাহ্ন

‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সমপ্রতি হয়ে যাওয়া শিশু-কিশোরদের আন্দোলন আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকলো। প্রচলিত অনিয়মগুলো তারা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো। সেই সঙ্গে আইন মেনে, নিয়ম-শৃঙ্খলা মেনে চলার বিষয়টিও বুঝিয়ে দিলো। তারা দেখিয়েছে রাজধানীর ব্যস্ততম সড়কে কত চালক লাইসেন্স ও কত যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় চলাচল করে। এ ছাড়াও দেখিয়েছে জরুরি লেনসহ সারিবদ্ধভাবে যানবাহন চলাচলের সুবিধা। নতুন প্রজন্ম নিয়ে চারদিকে যে হা-হুতাশ ছিল সেই গ্লানি থেকেও তরুণেরা নিজেদের বের করতে পেরেছে এ আন্দোলনে। বাংলাদেশের ইতিহাসে অহিংস এক আন্দোলনের নতুন অধ্যায়। এ আন্দোলন উদাহরণ হয়ে থাকবে বহুদিন। কিন্তু এত পরিচ্ছন্ন আন্দোলনকে রাজনীতির কালিমালিপ্ত করা হয়েছে যা খুবই দুঃখজনক। একপক্ষ এই আন্দোলনকে সামনে রেখে ফায়দা লুটতে চাইলো আরেকপক্ষ করলো অমানবিক দমন-পীড়ন। সুন্দরভাবে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলনটি রাজনৈতিক মারপ্যাঁচে কিছুটা হলেও শ্রী হারালো, যা আমাদের জন্য লজ্জার।

লিখেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক শিক্ষার্থী জহুরুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status