বাংলারজমিন

শাহরাস্তিতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৮:২৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বারেক মাঝি (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ওই ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী ছিখুটিয়া এলাকার গন্ধর্বপুর ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত পুলিশ সদস্যরা হচ্ছেন, শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওমর ফারুক, পুলিশ সদস্য আবুল বাসার ও আনোয়ার হোসেন। শাহরাস্তি থানা পুলিশ সূত্র জানায়, রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে শাহরাস্তি থেকে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলায় প্রবেশ করছে। ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. কামাল হোসেন, কুতুব উদ্দিন লিয়ন খান, আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাসেল মিয়া, ওমর ফারুক, মো. ইউনুছ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। ১৫ মিনিট গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে এবং রাতের আঁধারে পালিয়ে যায়। গোলাগুলির আওয়াজে স্থানীয়রা বেরিয়ে এলে আশ-পাশ তল্লাশি করে চাঁদপুর প্রফেসরপাড়া মাঝি বাড়ির আবুল মাঝির পুত্র বারেক মাঝি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. মুশফিক বিন বাকের পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৩টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় নিশ্চিত করে তার বিরুদ্বে ১৮ টি মামলা রয়েছে। তার মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পৃথকভাবে ৩টি মামলা রুজু করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status