বাংলারজমিন

কেন্দুয়ায় দেড়শতাধিক অজ্ঞাত ব্যক্তির নামে মামলা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৮:২৭ পূর্বাহ্ন

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে নাশকতার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দেড়শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দুয়া থানা পুলিশ। বুধবার এই মামলাটি থানায় রুজু করা হয়। কেন্দুয়া থানা সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট রোববার দুপুর আড়াইটার দিকে কেন্দুয়া পৌর এলাকার কলেজ মোড়ের পাকা রাস্তার উপর দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাশকতার চেষ্টা চালাতে চাইলে পুলিশকে দেখে নাশকতাকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেন্দুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে কেন্দুয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামা ১০০/১৫০ ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।
মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন চন্দ্র সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি গ্রেপ্তার করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status