বাংলারজমিন

কুমিল্লায় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১০ আগস্ট ২০১৮, শুক্রবার, ৮:০৭ পূর্বাহ্ন

কুমিল্লায় জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খানের নেতৃত্বে কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউন হল মাঠে এসে শেষ হয়। র‌্যালিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপকগণ, সিবিএ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে কুমিল্লা টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তনে আলোচনা সভায় বিজিডিসিএল-এর এমডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন- সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নিরাপত্তার কোনো বিকল্প নেই। তাই ১৯৭৫ সালের ৯ই আগস্ট শেলওয়েল কোম্পানির কাছ থেকে নামমাত্র মূল্যে ৫টি গ্যাসক্ষেত্র ক্রয় করা হয়। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ব্যাপক সমৃদ্ধি লাভ করে। বর্তমান সরকার জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে ২০১০ সালের ৯ই আগস্ট থেকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status