বিশ্বজমিন

গর্ভপাতের বিরুদ্ধে আর্জেন্টিনার সিনেট

মানবজমিন ডেস্ক

৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ২:০৫ পূর্বাহ্ন

আর্জেন্টিনায় বহুল আলোচিত গর্ভপাত বৈধকরণ বিলের (অ্যাবর্শন) বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছে সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্যরা। সিনেটে দীর্ঘ ১৫ ঘন্টার ম্যারাথন বিতর্ক শেষে বৃহস্পতিবার গর্ভপাত বিলের ওপর ভোটাভোটি হয়। এতে ৩৮ জন সদস্য গর্ভপাত বৈধকরণের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আর পক্ষে ভোট দিয়েছেন ৩১ জন। সেখানে কোন বিল পাস বা বাতিল হওয়ার জন্য ৩৫ সদস্যের ভোট দরকার হয়। সে অনুযায়ী গর্ভপাত বৈধকরণ বিলটি সিনেটের অনুমোদন পাবে না। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, আর্জেন্টিনায় দীর্ঘদিন ধরেই গর্ভপাত বৈধকরণের বিষয়ে আলোচনা চলছে। গত জুনে এ সংক্রান্ত একটি বিল দেশটির নি¤œসভা কংগ্রেসে অল্প ভোটের ব্যাবধানে পাস হয়। পরে তা চুড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে তোলা হয়। কিন্তু সিনেটররা ওই বিলের বিরুদ্ধে অবস্থান নেয়ায় গর্ভপাত বৈধকরণ বিলটি আইনে পরিণত করার প্রক্রিয়া আটকে গেল। গত কয়েক সপ্তাহ ধরে এই বিলের পক্ষে-বিপক্ষে দেশটিতে ব্যাপক আলোচনা চলছে। হাজার হাজার মানুষ গর্ভপাত বৈধ করার দাবিতে বিক্ষোভ করেছে। আবার এর বিরোধীরাও রাস্তায় নেমে আসে।
বুধবার গর্ভপাত বিলের ওপর সিনেটের ভোটাভোটি নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বাইরে বড় পর্দায় সিনেট অধিবেশন প্রচার করা হয়। হাজার হাজার মানুষ তা দেখতে ভীড় জমান। সংখ্যাগরিষ্ঠ সিনেটররা গর্ভপাত বৈধকরণের বিরুদ্ধে ভোট দেয়ায় উল্লাসে ফেটে পড়ে গর্ভপাত বিরোধীরা। আর যারা ওই বিলের পক্ষে প্রচারণা চালিয়েছেন, তাদের হতাশ হয়ে ফিরতে হয়। গর্ভপাতের পক্ষে অবস্থান নেয়া আর্জেন্টাইন নাগরিক নাতালিয়া ক্যারোল বলেন, ‘আমি এখনো আশাবাদী। আজ এটা পাস হয়নি, কিন্তু কাল হবে। না হলে এর পরে কোন দিন পাস হবে। সব আশা শেষ হয়ে যায় নি।’ গর্ভপাত বিলের সমর্থকরা কয়েক জায়গায় সহিংসতা করেছেন। তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছেন।
ভোটাভোটির আগে দেশটির প্রেসিডেন্ট মরিসিয়ো ম্যাক্রি বলেন, ব্যক্তিগতভাবে গর্ভপাত বিলের বিরুদ্ধে অবস্থান নেয়ার পরেও যদি সিনেটে তা পাস হয়, তাহলে তিনি এতে স্বাক্ষর করবেন। তিনি ভোটাভোটি ও পক্ষে-বিপক্ষের প্রচারণার মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, বর্তমানে দেশটিতে শুধুমাত্র ধর্ষিতা ও শারিরীক ঝুঁকির মধ্যে থাকা নারীর জন্য গর্ভপাত বৈধ। আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি বছর সেখানে কমপক্ষে সাড়ে তিন লাখ নারী অবৈধভাবে গর্ভপাত করান। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করেছে, দেশটিতে অবৈধ গর্ভপাতের প্রকৃত সংখ্যা আরো বেশি। এছাড়া, সেখানে গর্ভপাত করতে গিয়ে প্রতি বছর বিপুল সংখ্যক নারী মারা যান।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status