ভারত

শহিদুলের মুক্তির দাবিতে সরব ভারতের সাংবাদিকরা

কলকাতা প্রতিনিধি

৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১১:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলমের মুক্তির দাবিতে সরব ভারতের সাংবাদিক ও আলোকচিত্রীরা। কলকাতায় সাংবাদিকরা বুধবার নীরব প্রতিবাদে সামিল হয়েছিলেন। তাদের হাতের পোস্টারে লেখা ছিল, শহিদুলের মুক্তি চাই। ভারতের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন দি এডিটরস গিল্ড অব ইন্ডিয়া গতকাল এক বিবৃতিতে শহীদুলের পাশে দাঁড়িয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। ইন্ডিয়ার উইমেন প্রেস করপস, প্রেস ক্লাব অব ইন্ডিয়া, সফদার হাশমি মেমোরিয়াল ট্রাস্টের মত সংগঠন শহীদুলকে অবৈধভাবে আটক রাখার ও অত্যাচারের নিন্দা করেছে। সেই সঙ্গে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে  শহীদুলের মুক্তির দাবি জানিয়েছে। ভারতের কালচারাল ফোরামও শহীদুলকে অন্যায়ভাবে আটকে রাখা হযেছে বলে অভিযোগ করেছ্ েতারা এক বিৃতিতে মঞীদুলের নিঃশর্ত এবং সম্মানজনক মুক্তির দাবি জানিযেছে। ভারতের খ্যাতনাম আলোকচিত্রি, শিল্পী ও লেখকরা মুক্তির দাবি জানিয়ে স্বাক্ষর অভিযানও শুরু করেছে। গতকাল মুম্বাইয়েও সাংবাদিকরা শহীদের বেআইনি গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত তার মুক্তিও দাবি করা হয়েছে। এর আগেই ভারতের খ্যাতনামা আলোকচিত্রী রঘু রাই শেখ হাসিনাকে এক খোলা চিঠিতে শহীদুলকে শাস্তি না দেবার আবেদন জানিয়েছেন। কলকাতার ছাত্র সমাজও শহীদুল সহ সব আটক সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি দাবি তুলেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status